সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১:১১

অক্ষয় কুমারের ফ্লপের ধারা, বোরিভালির বিলাসবহুল বাড়ি বিক্রির সিদ্ধান্ত

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২৫, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ
অক্ষয় কুমারে

অক্ষয় কুমারের ফ্লপের ধারা, বোরিভালির বিলাসবহুল বাড়ি বিক্রির সিদ্ধান্ত

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। একের পর এক ছবির ফ্লপের কারণে তার ক্যারিয়ারে নতুন করে প্রশ্ন উঠেছে। যেমন, ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’—সবকটিই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। তবুও নতুন মুক্তিপ্রাপ্ত ‘স্কাই ফোর্স’ ছবির প্রথম দিনের ব্যবসা কিছুটা আশার আলো দেখাচ্ছে।

এই পরিস্থিতির মধ্যেই শোনা গেল, মুম্বাইয়ের বোরিভালিতে অবস্থিত তার একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন অক্ষয়। ওবেরয় রিয়ালিটি স্কাই সিটিতে অবস্থিত এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি তিনি কিনেছিলেন প্রায় আড়াই কোটি রুপিতে। তবে দিন কয়েক আগে এটি বিক্রি করেছেন ৪.২৫ কোটি রুপিতে।

অক্ষয়ের সম্পত্তির অভাব নেই। মুম্বাইয়ের জুহুতে তার সমুদ্রমুখী বাংলো যেন একটি আস্ত উদ্যান। এছাড়া, গোয়ায় রয়েছে একটি পর্তুগিজ স্টাইলের ভিলা, যেখানে তিনি মাঝে মাঝে পরিবার নিয়ে সময় কাটান। কানাডাতেও বিপুল সম্পত্তি রয়েছে তার। ফলে, বোরিভালির এই বাড়ি হয়তো তার কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না।

বক্স অফিসে বারবার ব্যর্থতার পরও অক্ষয়ের পাইপলাইনে বেশ কয়েকটি ছবি রয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়—সমস্যা কি তার অভিনয়ে, নাকি ছবির কন্টেন্টে? দর্শকদের সাথে তার নতুন করে সংযোগ স্থাপন করাই এখন বড় চ্যালেঞ্জ।

দর্শকরা এখন অপেক্ষায়, অক্ষয় কি তার পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে পারবেন? নাকি নতুন কোনো পরিবর্তন আনতে হবে তাকে? সময়ই এর উত্তর দেবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ