শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সকাল ৬:১২

ইতিহাসের এই দিনে (২১ মার্চ, ২০২৫)

প্রতিবেদক
staffreporter
মার্চ ২১, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ
ইতিহাসের এই দিনে (১৮ এপ্রিল, ২০২৫)

ইতিহাসের এই দিনে (২১ মার্চ, ২০২৫)

ঘটনাবলী

  1. ১১৮৮ – জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।
  2. ১৪১৩ – পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  3. ১৬১০ – রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।
  4. ১৭৯১ – ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।
  5. ১৮০১ – আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে।
  6. ১৮২৯ – স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত।
  7. ১৮৩৬ – কলকাতায় প্রথম গ্রন্থাগার(ক্যালকাটা পাবলিক লাইব্রেরি) স্থাপিত হয়।
  8. ১৮৫৭ – টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।
  9. ১৯১৭ – বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।
  10. ১৯১৯ – সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।
  11. ১৯৪৮ – রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তার উক্তির প্রতিবাদ জানায়।
  12. ১৯৬৫ – মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।
  13. ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেসোথো
  14. ১৯৭৪ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র
  15. ১৯৭৫ – ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ।
  16. ১৯৭৭ – পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।
  17. ১৯৮৫ – বাংলাদেশে গণভোট হয়।
  18. ১৯৯০ – দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।
  19. ১৯৯১ – কুয়েতি তেলকুপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত।
  20. ২০০২ – বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস।
  21. ২০০৬ – টুইটার প্রতিষ্ঠিত হয় ৷

জন্ম

মৃত্যু

  • ১৬৭৬ – হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ।
  • ২০০৩ – অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক,বাংলা সাহিত্যের ইতিহাসকার, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি।(জ.০৩/০৬/১৯২০)
  • ২০২৩ – একুশে পদকপ্রাপ্ত ও টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের ভাস্কর শামীম শিকদার। (জ ০৯/০৮/১৯৫৫)

দিবস ও অন্যান্য

তথ্যসুত্রঃ উইকিপিডিয়া

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি