শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫| রাত ৮:১৪

বাংলাদেশিদের জন্য প্রতিদিন ৪ থেকে ৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৮, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশিদের জন্য প্রতিদিন ৪ থেকে ৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি

বাংলাদেশি কর্মীদের জন্য প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব। আগামীতে এ হার অব্যাহত থাকবে বলেও আশা করা হচ্ছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, গত মাসে সৌদি আরব ৮৩ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে। এটি দেশটিতে এক মাসে বিশ্বের যেকোনো দেশের জন্য সর্বোচ্চ নিয়োগ।

২০৩০ সালের রিয়াদ এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপসহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এর জন্য এয়ারপোর্ট, রেলওয়ে ও স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প রয়েছে তাদের। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে শ্রমশক্তির চাহিদা বাড়িয়েছে দেশটি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি