শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:০৪

ভারত-ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান হেফাজতের

প্রতিবেদক
staffreporter
মার্চ ২০, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
ভারত-ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান হেফাজতের

ভারত-ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান হেফাজতের

সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ইসরায়েল ও ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এই দুটি রাষ্ট্র মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছে, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী অভিযোগ করেন যে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে গণহত্যা চালাচ্ছে। তিনি বলেন, ইসরায়েল বারবার প্রমাণ করেছে যে তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না। ইসরায়েলি নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে। তাদের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

ভারতে মুসলমানদের উপর নির্যাতনের বিষয়ে মাওলানা ইসলামাবাদী বলেন, রমজান মাসে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু মুসলমানদের ওপর চরম নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। মোদি সরকার অসংখ্য মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে, উত্তরপ্রদেশে হোলির সময় ‘শান্তি রক্ষা’র নামে হাজারের ওপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এক বিবৃতিতে বলেন, সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে না পারলে ভারত ভেঙে যাবে। তারা মোদি সরকারকে হুঁশিয়ার করে বলেন, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।

হেফাজত নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘ-প্রণীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের বেশ কয়েকটি ধারার চরম লঙ্ঘন ঘটছে ভারতে। সেদেশের নির্যাতিত সংখ্যালঘু মুসলমানদের পাশে দাঁড়াতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। আমাদের অন্তর্বর্তী সরকারকেও জোরাল ভাষায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে হবে। পৃথিবীর যেখানেই মানবাধিকার লঙ্ঘন ঘটুক, সেটার প্রতিবাদ করা আমাদের ঈমানি ও মানবিক দায়িত্ব।

ভারতের উত্তর প্রদেশের সামভালে সম্প্রতি একটি ঐতিহ্যবাহী মসজিদ দখলের বিরোধিতা করে স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ জানালে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে তিন মুসল্লি নিহত হওয়ার কড়া প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলামের নেতারা বলেন, সুসম্পর্ক চাইলে ভারতকে ইসরায়েলি আচরণ বন্ধ করতে হবে।

হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের এই আহ্বান মুসলিম বিশ্বে ইসরায়েল ও ভারতের বিরুদ্ধে ক্ষোভের প্রতিফলন। তারা মনে করেন, মুসলিম জনগোষ্ঠীর উপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন। তাদের মতে, মুসলিম দেশগুলোকে ইসরায়েল ও ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা উচিত, যাতে এই নির্যাতন বন্ধ হয় এবং মুসলিমদের অধিকার সুরক্ষিত থাকে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি