তিন খাতে বাড়ানো ভ্যাট প্রত্যাহারের সম্ভাবনা
তীব্র প্রতিক্রিয়া ও ব্যবসায়ীদের অসন্তোষের মুখে তিনটি পণ্য ও সেবার ওপর বাড়ানো ভ্যাট প্রত্যাহার করার সম্ভাবনা দেখা দিয়েছে। এনবিআরের ভ্যাট পলিসি বিভাগ থেকে একটি চিঠির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রেস্তোরাঁ মালিক সমিতির আবেদনের ভিত্তিতে রেস্তোরাঁ খাতের ভ্যাট পুনঃপর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতদিন রেস্তোরাঁ খাতে ভ্যাট হার ছিল ৫ শতাংশ, যা ৯ জানুয়ারি তিনগুণ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। তবে, ব্যবসায়ীদের তীব্র প্রতিক্রিয়ার কারণে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে।
ওষুধের ভ্যাট হার ২.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করার পর, ওষুধ শিল্প উদ্যোক্তারা এনবিআর এবং সরকারের কাছে ভ্যাট প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছেও চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওষুধ শিল্প সমিতি। এনবিআর সূত্র জানিয়েছে, রেস্তোরাঁর মতো ওষুধ খাতের ভ্যাটও কমানোর সম্ভাবনা রয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) খাতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের ফলে দেশজুড়ে অসন্তোষ তৈরি হয়। আইএসপি খাতেও ভ্যাট প্রত্যাহার বা শুল্ক হ্রাস নিয়ে আলোচনা চলছে।
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ব্যবসায়ীরা আন্দোলনের হুমকি দেয়ার পাশাপাশি এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চাপ সৃষ্টি করেন।
দেশব্যাপী প্রতিক্রিয়া এবং ব্যবসায়ীদের দাবি মাথায় রেখে রেস্তোরাঁ, ওষুধ এবং ইন্টারনেট সেবা খাতের ওপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার বিষয়টি বর্তমানে এনবিআরের বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট খাতগুলোর ওপর ভ্যাট কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার অপেক্ষা করছে দেশবাসী।