কনস্টাসের সঙ্গে ধাক্কা, কোহলিকে দায় দিচ্ছেন ভন-পন্টিং
অস্ট্রেলিয়ার নবাগত স্যাম কনস্টাস তার অভিষেক ম্যাচে রোমাঞ্চকর ব্যাটিং করে ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলেছেন, তবে তিনি স্লেজিংয়ের শিকারও হন। এই ম্যাচে বিরাট কোহলির সঙ্গে একটি ঘটনার সূত্রে নতুন বিতর্কের জন্ম হয়। কনস্টাস এবং কোহলির মধ্যে ঘটে যাওয়া ধাক্কার ঘটনায় সাবেক ক্রিকেটাররা কোহলিকে দায়ী করেছেন।
ঘটনাটি ঘটে খেলার দশম ওভার শেষে, যখন কনস্টাস ওসমান খাওয়াজার দিকে আসছিলেন। ওই সময় কোহলি তার ফিল্ডিং পজিশন বদলাতে গিয়ে দ্রুত হাঁটতে গিয়ে কনস্টাসের কাঁধে ধাক্কা দেন। ধাক্কার পর দুই ক্রিকেটারই উত্তপ্ত বাক্য বিনিময় করেন এবং এই পরিস্থিতি থামানোর জন্য খাওয়াজা ও আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়।
ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে থাকা সাবেক ইংলিশ কাপ্তান মাইকেল ভন এই ঘটনার জন্য পুরোপুরি কোহলিকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘কোহলি এই মুহূর্তটির জন্য গর্বিত হবে না। কনস্টাস হাঁটছিলেন এবং কোহলি তার পজিশন পরিবর্তন করেছেন। কোহলি তার আচরণের জন্য নিশ্চিতভাবেই চিন্তা করবেন।’
সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও কোহলিকে দায়ী করে বলেন, ‘এটি খুবই অস্বাভাবিক ছিল। কোহলি যেন সংঘর্ষ উস্কে দিয়েছেন। আম্পায়ার ও ম্যাচ রেফারি এটি ভালোভাবে দেখবেন এবং শাস্তি আশা করা যায়।’ পন্টিং আরও বলেন, ‘ফিল্ডারদের ব্যাটারের খুব কাছে থাকার কথা নয়, কিন্তু কোহলি হেঁটে যাওয়ার সময় কনস্টাসের ধাক্কা লাগে।’
ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার সরাসরি কোহলিকে দায় না দিলেও, তিনি মনে করেন এ ধরনের ঘটনা এড়ানো যেত। তিনি বলেন, ‘কেউ একটু সরে গেলে সমস্যা ছিল না। তবে এখন দেখার বিষয়, কে বেশি জরিমানা পাবে।’
খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি প্রাইক্রট সম্ভবত দুজনকেই ডেকে শাস্তি দিতে পারেন। এদিন, স্যাম কনস্টাস তার অভিষেকে ৬৫ বল খেলে ৬০ রানের চিত্তাকর্ষক ইনিংস খেলেন, যা তার অভিষেকের দিনটি স্মরণীয় করে তোলে।