বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫| সকাল ১০:৩২

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির ‘সাহসী পদক্ষেপ’: এরদোয়ান

প্রতিবেদক
Staff Reporter
নভেম্বর ২৪, ২০২৪ ৯:২৭ পূর্বাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আই সিসি গ্রেপ্তারি পরোয়ানাজারিকে ‘সাহসী পদক্ষেপ’ বলে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, ‘আমরা এই গ্রেপ্তারি পরোয়ানার পক্ষে। আন্তর্জাতিক অঙ্গনে মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনতে আইসিসির সদস্য দেশগুলোর এই সাহসী পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।’ মানবতাবিরোধী অপরাধ, গনহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে গত বৃহস্পতিবার আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এরদোয়ান আরও বলেন, ‘পশ্চিমা দেশগুলো বছরের পর বছর ধরে বিশ্বকে আইন, ন্যায়বিচার এবং মানবাধিকারের শিক্ষা দিয়ে এসেছে। এখন তাদের উচিত সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করা।’ তবে তুরস্ক আইসিসির সদস্য দেশ নয়।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর হতে চলমান দখলদার ইসরাইলের দ্বারা সংঘটিত গাজায় বর্বর হামলা ও গনহত্যার পর থেকেই ইসরায়েলের কড়া সমালোচনা করে আসছেন এরদোয়ান। চলতি মাসে তুরস্ক সহ বিশ্বের ৫২টি দেশ জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি