দাদিকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা তারেককন্যা জাইমা
প্রায় সাড়ে সাত বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আবেগাপ্লুত তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। দাদির পাশাপাশি চাচি শর্মিলা রহমান সিঁথি এবং চাচাতো বোনদের সঙ্গেও পারিবারিক সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।
ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাসে জাইমা লেখেন, “চিকিৎসা শেষে দাদুকে নিয়ে আমরা এখন বাসায়। সবাই দাদুর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনাদের দোয়া আমাদের জন্য খুবই মূল্যবান।”
জাইমা তার দাদিকে সর্বশেষ কাছে পেয়েছিলেন ২০১৭ সালে। এরপর দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকার পর, ২০২৫ সালের ৭ জানুয়ারি বিশেষ চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে পৌঁছালে মা-ছেলের পুনর্মিলন ঘটে।
২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান, একাধিক মিথ্যা মামলার কারণে দেশে ফিরে আসতে না পারলেও, লন্ডনে থেকেই বিএনপির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ খালেদা জিয়া কারাবাস ও সরকারি নিষেধাজ্ঞার মধ্যে ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর মুক্তি পান তিনি।
লন্ডনের ‘দ্যা লন্ডন ক্লিনিক’-এ লিভার বিশেষজ্ঞ ডা. জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ শেষে তিনি বর্তমানে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। এই পরিবারিক পুনর্মিলনে খালেদা জিয়ার সঙ্গে থেকে জাইমা ও তার পরিবারের সদস্যরা কাটাচ্ছেন গভীর আনন্দমুখর সময়।