সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:০৪

ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে ১৫,৭০৫ খতম সম্পন্ন

প্রতিবেদক
staffreporter
মার্চ ৫, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ
ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে ১৫,৭০৫ খতম সম্পন্ন

ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলে ১৫,৭০৫ খতম সম্পন্ন

পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য ও কোরআনুল কারীমের মর্যাদা তুলে ধরতে চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ মাহফিলে দেশ-বিদেশের মুসলমানরা অংশ নেন এবং এবছর মোট ১৫,৭০৫টি খতমে কোরআন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব বলেন, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এর শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করাও জরুরি। রাসুল (দ.) এর হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, ‘তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তাঁর পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আসবে।’

এই মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।

মিলাদ-কিয়াম শেষে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। এছাড়া, কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ