রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৯:৫১

যুক্তরাষ্ট্রে গাড়ি হামলায় ‘জড়িত ছিলেন একাধিকজন’

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৩, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে গাড়ি হামলায় ‘জড়িত ছিলেন একাধিকজন’

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সে নতুন বছর উদযাপনের সময় ট্রাক হামলা ও গুলিবর্ষণের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত ছিলেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল এবং এফবিআই গোয়েন্দারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী শামসুদ-দীন জব্বার একা কাজ করেননি।

লিজ মুরিল এনবিসি নিউজকে জানিয়েছেন, হামলার কয়েক ঘণ্টার মধ্যে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যা হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে। তদন্তে দেখা গেছে, হামলায় ব্যবহৃত বিস্ফোরক ওই বাসায় তৈরি করা হয়েছিল। ওই বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল, এবং এটি হামলার প্রস্তুতির অংশ হিসেবে ব্যবহার করা হয়।

এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া নেওয়া ওই বাসা সন্ত্রাসী হামলায় ব্যবহৃত হওয়ার সম্ভাবনা নিয়েও তদন্ত চলছে।

বুধবার রাতে নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটে এই হামলায় সন্দেহভাজন চালক পিকআপ ট্রাক ভিড়ে তুলে দেন এবং এরপর ট্রাক থেকে নেমে গুলিবর্ষণ শুরু করেন। এতে অন্তত ১৫ জন নিহত হয় এবং বহু মানুষ আহত হন। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন।

এফবিআই জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী শামসুদ-দীন জব্বার (৪২) টেক্সাসের বাসিন্দা এবং একসময় মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের পাশাপাশি আইএস-এর পতাকা উদ্ধার করা হয়েছে।

যদিও ইসলামিক স্টেট (আইএস) এখনো হামলার দায় স্বীকার করেনি, তবে তাদের সমর্থকরা এ ঘটনার প্রশংসা করছে এবং হামলাকারীকে ‘শহীদ’ এবং ‘সিংহ’ আখ্যা দিয়ে বীর হিসেবে উল্লেখ করছে।

তদন্তকারীরা এখনো হামলায় সরাসরি জড়িত অন্য কারও পরিচয় নিশ্চিত করতে পারেননি, তবে সক্রিয় তদন্ত চলছে। তথ্যসূত্র: বিবিসি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
আজমীর শরীফ দরগায় বিপাকে শাহরুখ খান, নিরাপত্তারক্ষী ইউসুফের স্মৃতিচারণ

আজমীর শরীফ দরগায় বিপাকে শাহরুখ খান, নিরাপত্তারক্ষী ইউসুফের স্মৃতিচারণ

ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে (৭ ডিসেম্বর, ২০২৪)

আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন

আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন

আজকের নামাজের সময়সূচি (১৪ ডিসেম্বর, ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

শানের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড, কেমন আছেন গায়ক?

শানের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড, কেমন আছেন গায়ক?

থিয়েটারপ্রেমী খরাজ মুখোপাধ্যায়: জীবনের সতীন থিয়েটার

থিয়েটারপ্রেমী খরাজ মুখোপাধ্যায়: জীবনের সতীন থিয়েটার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখা সভাপতি রীভা গ্রেপ্তার

ডিজিটাল মাধ্যমে প্রতারণার শিকার বেঙ্গালুরুর প্রযুক্তিকর্মী, হারালেন ১১ কোটি টাকা

ডিজিটাল মাধ্যমে প্রতারণার শিকার বেঙ্গালুরুর প্রযুক্তিকর্মী, হারালেন ১১ কোটি টাকা

পুতিন-ট্রাম্প "খুব দ্রুত" বৈঠকের সম্ভাবনা : ইউক্রেন যুদ্ধ সমাধানের ইঙ্গিত?

পুতিন-ট্রাম্প “খুব দ্রুত” বৈঠকের সম্ভাবনা : ইউক্রেন যুদ্ধ সমাধানের ইঙ্গিত?