রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:০২

নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, আক্রান্ত আরও ৫৬ জন

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৫, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ
নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, আক্রান্ত আরও ৫৬ জন

নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, আক্রান্ত আরও ৫৬ জন

নতুন বছরে প্রথমবারের মতো ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬ জন।

শনিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।

এই সময় ১৮৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মোট ২২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬০ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৯ শতাংশ নারী।

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা ও সঠিক পদক্ষেপ গ্রহণের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ