নিরপেক্ষ ভেন্যু নিয়ে সমালোচনার জবাব দিলেন রোহিত শর্মা
স্বাগতিক পাকিস্তানে না খেলে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে খেলছে ভারত, যা নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছে। ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটাররা। তাদের মতে, এই ব্যবস্থায় ভারত অন্য দলের তুলনায় কন্ডিশনের সঙ্গে বেশি মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।
তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এই সমালোচনাকে গুরুত্ব দিতে রাজি নন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রতিবারই পিচ আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এখানে আমরা তিনটি ম্যাচ খেলেছি এবং প্রতিবারই পিচের আচরণ আলাদা ছিল। এটি আমাদের ঘরের মাঠ নয়, তাই আমাদের জন্যও নতুন অভিজ্ঞতা।’
তিনি আরও জানান, দুবাইয়ের পিচে একাধিক ধরনের কন্ডিশন দেখা যাচ্ছে, যা দলের জন্যও চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের প্রসঙ্গ টেনে রোহিত বলেন, ‘নিউজিল্যান্ডের বোলাররা সামান্য সুইং পেয়েছিল, কিন্তু আগের দুই ম্যাচে আমাদের বোলাররা তা পায়নি। আবার শেষ ম্যাচে কিছুটা স্পিন দেখা গেলেও আগের ম্যাচগুলোতে তা ছিল না। ফলে প্রতিটি ম্যাচে নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।’
দুবাইয়ের কন্ডিশনে দ্রুত অভ্যস্ত হয়ে উঠতে ভারতীয় দলের আগেভাগে সেখানে যাওয়া বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন রোহিত। তিনি বলেন, ‘আমরা পাঁচ-ছয় দিন আগে এখানে পৌঁছে ভালো অনুশীলন করেছি, যা দ্রুত মানিয়ে নিতে সাহায্য করেছে। আর এজন্যই আমরা তিনটি ম্যাচেই ভালো খেলতে পেরেছি।’