সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ১১:১৪

যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা আইসিই গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক অভিযান চালিয়ে ৭ হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে।

আইসিইর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৫ হাজার ৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে এবং খুব শিগগিরই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। কিছু অভিবাসীকে কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানোর পরিকল্পনাও রয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি এই তথ্য জানিয়েছে।

আইসিইর অভিযানের মূল কেন্দ্র ছিল নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহর। সংস্থাটির দাবি, গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে অনেকের বিরুদ্ধে ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক সংক্রান্ত অপরাধ ও মাদক পাচারের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রচারণার সময় ঘোষণা দিয়েছিলেন, ক্ষমতায় ফিরে আসলে তিনি যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। গত ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর, তিনি একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে অন্যতম ছিল ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামের আদেশ, যা আইসিইর অধীনে কঠোর অভিবাসন অভিযান পরিচালনার নির্দেশ দেয়।

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রজুড়ে নথিবিহীন অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই স্বেচ্ছায় আত্মগোপনে চলে যাচ্ছেন কিংবা দেশ ছাড়ার পরিকল্পনা করছেন।

সরকারি পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ লাখ ৭০ হাজারেরও বেশি নথিবিহীন অভিবাসী বসবাস করছেন। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য, অন্তত ১ লাখ অভিবাসীকে ফেরত পাঠানো। তবে বিশ্লেষকদের মতে, এই নীতি কেবল অভিবাসীদের জীবনকেই অনিশ্চয়তার মুখে ফেলবে না, বরং যুক্তরাষ্ট্রের শ্রমবাজারেও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কৃষি, নির্মাণ ও পরিষেবা খাতে কর্মরত অভিবাসীদের অনুপস্থিতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থানের ফলে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই অভিযানের ফলে অনেক নিরপরাধ অভিবাসীও শিকার হচ্ছেন এবং তাদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। তবে হোয়াইট হাউস বলছে, দেশের নিরাপত্তার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
উত্তর গাজায় তীব্র পানির সংকট, ১০ দিনে একবার গোসল করতে বাধ্য বাসিন্দারা

উত্তর গাজায় তীব্র পানির সংকট, ১০ দিনে একবার গোসল করতে বাধ্য বাসিন্দারা

কঙ্গোতে বিদ্রোহীদের হাতে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত

কঙ্গোতে বিদ্রোহীদের হাতে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত

নেতানিয়াহুর পদত্যাগ চান ৬০ শতাংশেরও বেশি ইসরায়েলি

নেতানিয়াহুর পদত্যাগ চান ৬০ শতাংশেরও বেশি ইসরায়েলি

জানুয়ারিতে ৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

ড. ইউনূস-আলী রীয়াজের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন

ড. ইউনূস-আলী রীয়াজের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন

শাহজালাল বিমানবন্দরে প্রবাসী নির্যাতন ও ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের চক্রান্তের প্রতিবাদে সভা

শাহজালাল বিমানবন্দরে প্রবাসী নির্যাতন ও ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের চক্রান্তের প্রতিবাদে সভা

ইতিহাসের এই দিনে (১০ মার্চ, ২০২৫)

ইতিহাসের এই দিনে (১৪ জানুয়ারি, ২০২৫)

‘হাতে হাত রেখে লড়ব’ বন্ধু পুতিনকে নতুন বছরে শুভেচ্ছা বার্তা কিমের

সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, মামলার আসামি ভারতীয়রা

সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, মামলার আসামি ভারতীয়রা

ইতিহাসের এই দিনে (১০ মার্চ, ২০২৫)

ইতিহাসের এই দিনে (২১ ফেব্রুয়ারি, ২০২৫)