শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| ভোর ৫:২৩

নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে আবাহনী

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে আবাহনী

নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে আবাহনী

নতুন বছর শুরু হচ্ছে আরেকটি নতুন মৌসুম দিয়ে, আর সেই সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) যাত্রায় নামছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। গত বছরের দল থেকে মাত্র তিনজন ক্রিকেটারকে রেখে নতুন স্কোয়াড গঠন করেছে দলটি। একই সঙ্গে জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়েই নতুন দল গঠন করেছেন তিনি।

প্রস্তুতির দিক থেকেও এগিয়ে রয়েছে আকাশী-নীলরা। সবার আগে মাঠে নেমে অনুশীলন শুরু করেছে তারা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম দিনের অনুশীলনে প্রায় সব খেলোয়াড়ই উপস্থিত ছিলেন। মোসাদ্দেক হোসেন, রিপন মন্ডল ও মাহফুজ রাব্বিদের অনুশীলনে দেখা গেলেও জাতীয় দলের ব্যস্ততার কারণে ছিলেন না নাজমুল শান্ত, নাহিদ রানা ও পারভেজ ইমনরা।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপ্তির পর জাতীয় দলের ক্রিকেটাররা দেশে ফিরছেন এবং আগামীকালই আবাহনী শিবিরে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধান কোচ হান্নান সরকার। তার মতে, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে, যা দলের জন্য বড় সুবিধা।

এদিকে, স্কোয়াডেও পরিবর্তন এনেছে আবাহনী। আফিফ হোসেনের জায়গায় দলে যুক্ত হয়েছেন মুমিনুল হক। এছাড়া মেহেদী হাসান, শাহরিয়ার কমল, নাঈমুর রহমান নয়ন ও শামসুল অনিকও রয়েছেন নতুন দলে। ক্রিকেটারদের পাশাপাশি দলের ট্রেনার হিসেবে কাজ করছেন ইফতেখার ইফতি এবং ফিজিও হিসেবে দায়িত্ব পালন করছেন মোসাদ্দেদ সানি। নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার লক্ষ্যে পূর্ণ প্রস্তুতিতেই মাঠে নামতে চলেছে আবাহনী।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত