পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত ১০, গাজায় মিলল শতাধিক লাশ
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো প্রাণঘাতী অভিযানে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শহরে চালানো এই অভিযানে আরও বহু মানুষ আহত হয়েছেন। একই সময়ে গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১২০টি পচা-গলা লাশ।
পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক বিশেষ ইউনিট শরণার্থী শিবিরে অভিযান চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযানকালে ইসরায়েলি ড্রোন দুটি স্থানে হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই অভিযানের কোড নাম দেওয়া হয়েছে “আয়রন ওয়াল” এবং এটি কয়েক দিন ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এই অভিযান নিশ্চিত করেছে। অন্যদিকে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের কুদস ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে এবং সেখানে ইসরায়েলি সৈন্যদের হতাহতের ঘটনা ঘটেছে। হামাস জেনিনে এই হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে গাজা ভূখণ্ডে দুই দিনের অভিযানে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া লাশগুলোর পচা-গলা অবস্থা সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রমাণ দেয়। জাতিসংঘের মানবিক সংস্থার তথ্যমতে, ইসরায়েল অবরোধ শিথিল করার পর মঙ্গলবার প্রায় ৯০০ ট্রাক সাহায্য গাজায় প্রবেশ করেছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি বিস্তার এবং চলাচলে বাধা ফিলিস্তিনিদের জীবনযাত্রায় বিপর্যয় সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের সমন্বিত উদ্যোগ এবং মানবিক সহায়তা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।