সোমবার, ১০ই মার্চ, ২০২৫| সন্ধ্যা ৬:৩৬

যুবলীগ নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি-যুবদলের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
যুবলীগ নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি-যুবদলের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

যুবলীগ নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি-যুবদলের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের মধ্যনগরে ‘অপারেশন ডেভিল হান্টে’ এক যুবলীগ নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাত থেকে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই বিষয়টি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা যুবদল নেতা শহীদ মিয়ার অনুসারীরা দাবি করেন, গ্রেপ্তার হওয়া মিজানুর রহমান আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর অনুসারীরা তার গ্রেপ্তারের বিরোধিতা করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ একে অপরের অফিস ভাঙচুর করে।

সংঘর্ষের আশঙ্কায় দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত ১২টা থেকে মধ্যনগর বাজারসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে সেখানে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে অবস্থা নিয়ন্ত্রণে থাকলেও প্রশাসন সতর্ক রয়েছে। নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত