এইচআর ও প্রশাসনে এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছে স্কয়ার টেক্সটাইলস
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের অধীন প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) ও প্রশাসন বিভাগে এক্সিকিউটিভ পদে উপযুক্ত প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২২ এপ্রিল ২০২৫ থেকে অনলাইনে আবেদন করতে পারছেন, যা চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও স্কয়ার গ্রুপের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। কর্মস্থল নির্ধারণ করা হয়েছে ময়মনসিংহের ভালুকা এলাকায়।
আবেদনকারীদের অবশ্যই এমবিএ অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে এমএ ডিগ্রি থাকতে হবে। গার্মেন্টস ও টেক্সটাইল খাতে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা সম্পর্কে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কিছু উল্লেখ নেই।
চাকরিটি ফুলটাইম এবং অফিসভিত্তিক। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের অন্যান্য নীতিগত সুবিধাও উপভোগ করতে পারবেন।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের স্কয়ার টেক্সটাইলসের অফিশিয়াল ওয়েবসাইট অথবা নিয়োগ বিজ্ঞপ্তির লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের শেষ সময় ১৩ মে ২০২৫। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে অনুরোধ করা যাচ্ছে।