বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত
মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনা ঘটে রিয়াজনস্কি প্রসপেক্টরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে, যেখানে কিরিলোভকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় তার সহকারীও নিহত হয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে একটি ইলেক্ট্রিক স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটে।
রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সেসের (এনবিসি) প্রধান কিরিলভ যখন তার বাসভবন ত্যাগ করছিলেন, তখন স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটে।
ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে দুটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এই হামলা সম্পর্কে রুশ কর্তৃপক্ষ এখনও বিস্তারিত তথ্য দেয়নি, তবে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, গত অক্টোবর মাসে কিরিলোভের বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ছিল ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে।