সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক, রক্ষা পাবে না : ডিবি প্রধান
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে ঢাকা মহানগরের রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে গিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, “সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক, তারাই যেন মনে না করেন, পুলিশ তাদের হাত থেকে রক্ষা করতে পারবে না। পুলিশ যত শক্তিশালী হবে, তাদের পালানো সম্ভব হবে না।”
তিনি বলেন, “ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।” তিনি আরও জানান, এই সম্মিলিত প্রচেষ্টা নগরবাসীর শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষা করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে।
রেজাউল করিম মল্লিক ডিবির সফলতার কথা উল্লেখ করে বলেন, “আমরা সন্ত্রাসীদের ধরতে সক্ষম হচ্ছি, যা আমাদের সফল অভিযানগুলোর প্রমাণ। ডিবি, পুলিশের অন্যান্য বিভাগ এবং সেনাবাহিনীর যৌথ সমন্বয় সন্ত্রাসী দমনে ব্যাপক কার্যকরী হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো সন্ত্রাসী কার্যকলাপ এবং অপরাধীদের ধরার ক্ষেত্রে সফল প্রমাণিত হচ্ছে। সন্ত্রাসীদের কার্যক্রম প্রতিরোধের জন্য আমাদের অভিযানে কোনও ঘাটতি নেই, সুতরাং আমরা আগামীতে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।”
ডিবি প্রধান আরও বলেন, “প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান থাকবে, এবং এসব পদক্ষেপ সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনার জন্য অব্যাহত থাকবে। নগরবাসী যেন নিরাপদে চলাফেরা করতে পারে, সেজন্য পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি এসব কথাগুলো বলার মাধ্যমে পুলিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃঢ় অবস্থান স্পষ্ট করে দেন।