সোমবার, ১৯শে মে, ২০২৫| রাত ৩:২১

মেট গালায় ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ খান, নিউইয়র্কে পৌঁছেছেন বলিউডের বাদশা

প্রতিবেদক
staffreporter
মে ৫, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
মেট গালায় ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ খান, নিউইয়র্কে পৌঁছেছেন বলিউডের বাদশা

মেট গালায় ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ খান, নিউইয়র্কে পৌঁছেছেন বলিউডের বাদশা

বিশ্ব ফ্যাশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘মেট গালা’-তে এবার প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন কোনো ভারতীয় পুরুষ তারকা, আর সেই কৃতিত্ব অর্জন করতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান। সোমবার শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে রোববারই নিউইয়র্কে পৌঁছান কিং খান।

নিউইয়র্কের বিমানবন্দরে পৌঁছেই ভক্ত ও পাপারাজ্জিদের মুখোমুখি হন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, শাহরুখ তার ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে বিমানবন্দরের টার্মিনাল দিয়ে বেরিয়ে আসছেন। দেশি মাটিতে যেভাবে তার চারপাশ ঘিরে থাকেন অসংখ্য ভক্ত, সেভাবে না হলেও, নিউইয়র্কেও যারা উপস্থিত ছিলেন তারা ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন এই সুপারস্টারকে। কেউ তাকে জড়িয়ে ধরেন, কেউ করমর্দন করেন। সাদা টি-শার্টের উপর ধূসর জ্যাকেট পরা শাহরুখ যথারীতি ছিলেন দারুণ আকর্ষণীয়।

এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটের মতো বলিউডের অভিনেত্রীরা মেট গালার লাল গালিচায় নিজেদের উপস্থিতি দিয়ে নজর কাড়লেও, কোনো ভারতীয় পুরুষ তারকাকে এতদিন এই গ্ল্যামার ও ফ্যাশনের মহা আসরে দেখা যায়নি। শাহরুখের এই উপস্থিতি তাই শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতীয় ফ্যাশন ও সংস্কৃতির জন্য একটি গর্বের মুহূর্তও বটে।

ভক্তদের উচ্ছ্বাস ও উৎসাহে স্পষ্ট, মেট গালার রেড কার্পেটে বলিউডের বাদশার এই আত্মপ্রকাশ এক নতুন ইতিহাস গড়তে চলেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ