রূপপুর প্রকল্প থেকে ১৫ প্রকৌশলীকে অব্যাহতির ঘটনায় আইইবির নিন্দা ও পুনর্বহালের দাবি
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) থেকে ১৫ জন প্রকৌশলীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই এই অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের অবিলম্বে পুনর্বহালের আহ্বান জানিয়েছে।
আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, ২০১৫ সালে গঠিত এনপিসিবিএল দীর্ঘদিন ধরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য জনবল নিয়োগ ও দেশ-বিদেশে প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী গড়ে তুলেছে। কিন্তু সম্প্রতি কেন্দ্রটির অভ্যন্তরে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই প্রতিবাদ আরও তীব্র হয়। তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত প্রকল্প পরিচালক ও এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছানের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এই প্রেক্ষাপটেই গত ৮ মে ১৫ জন প্রকৌশলীকে আকস্মিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে আইইবি দাবি করেছে।
আইইবি মনে করে, এই পদক্ষেপ কোনো একটি অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের অংশ এবং এটি মৌলিক অধিকার ক্ষুণ্ন করে নেওয়া হয়েছে। একসঙ্গে ১৫ জন প্রকৌশলীকে ছাঁটাই করায় প্রকল্প পরিচালনায় সুশাসনের অভাব এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিবৃতিতে বলা হয়, দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অভিজ্ঞ প্রকৌশলীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে অব্যাহতি দেওয়া প্রকৌশলীদের পুনর্বহাল করে যথাযথ পদে পুনঃনিয়োগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে আইইবি।