রবিবার, ১৮ই মে, ২০২৫| রাত ৯:২২

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ গুণগতমান বজায় রেখে সময়মতো শেষ করার নির্দেশ

প্রতিবেদক
staffreporter
মে ১৮, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ গুণগতমান বজায় রেখে সময়মতো শেষ করার নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ গুণগতমান বজায় রেখে সময়মতো শেষ করার নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের পথে যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে।

শনিবার প্রকল্পের আশুলিয়া অংশ পরিদর্শনের সময় স্টেক ইয়ার্ড-৩-এর সম্মেলনকক্ষে প্রকল্প পরিচালক, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় চীনা ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে একটি হালনাগাদ কর্মপরিকল্পনা তৈরি করারও নির্দেশ দেন তিনি।

প্রকল্প বাস্তবায়নের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ৩৩ কেভি ও ১১ কেভি ইউটিলিটি লাইন সরানোর বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান সেতু সচিব।

এছাড়া ঈদুল আজহার সময়ে প্রকল্প এলাকার যাত্রীদের ভোগান্তি কমাতে অতিরিক্ত জনবল নিয়োগ করে ট্র্যাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত