রবিবার, ১৮ই মে, ২০২৫| সন্ধ্যা ৭:৫৭

রাজস্ব বোর্ড বিলুপ্ত করে বিভাগ গঠনে টিআইবির উদ্বেগ

প্রতিবেদক
staffreporter
মে ১৮, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ
রাজস্ব বোর্ড বিলুপ্ত করে বিভাগ গঠনে টিআইবির উদ্বেগ

রাজস্ব বোর্ড বিলুপ্ত করে বিভাগ গঠনে টিআইবির উদ্বেগ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—এই দুটি আলাদা বিভাগ গঠনের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, তড়িঘড়ি করে অধ্যাদেশ জারি করে এই বিভাজন করা হয়েছে, যা রাজস্ব ব্যবস্থাকে নির্বাহী বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে।

শনিবার টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব সংস্কারে গৃহীত উদ্যোগের পেছনে যে নীতিগত যুক্তি রয়েছে, সেটিকে স্বাগত জানালেও অধ্যাদেশ জারি এবং পরামর্শক কমিটির সুপারিশ উপেক্ষা করে তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক। বিজ্ঞপ্তিতে অধ্যাদেশ স্থগিত করে তা সংশোধনের দাবি জানিয়ে বলা হয়, বিশেষজ্ঞ ও অংশীজনের মতামত নিয়ে বিকল্প প্রক্রিয়ায় পুরো বিষয়টি পুনর্গঠন করতে হবে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরেই নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কাজকে একক কাঠামো থেকে আলাদা করার দাবি ছিল, কারণ একই কাঠামোয় থাকলে স্বার্থের দ্বন্দ্ব, দুর্নীতি এবং দীর্ঘসূত্রতা তৈরি হয়। এ কারণে রাজস্ব সংগ্রহেও লক্ষ্যমাত্রা পূরণ ব্যাহত হয়। তবে তিনি প্রশ্ন তোলেন, পরামর্শক কমিটির সুপারিশ পাশ কাটিয়ে হঠাৎ করে অধ্যাদেশ জারির উদ্দেশ্য কী এবং এটি কার স্বার্থে করা হলো?

তিনি আরও বলেন, আন্তর্জাতিক চর্চা অনুযায়ী রাজস্ব নীতি ও ব্যবস্থাপনার জন্য একটি স্বাধীন, স্বতন্ত্র ও আইনি সুরক্ষায় থাকা সংস্থা দরকার, যাতে সেটি প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে। কিন্তু বর্তমান অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব বিভাগ দুটি অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন হয়ে গেছে, যা স্বচ্ছতা ও জবাবদিহির ধারণার পরিপন্থী।

টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন, শুধু আলাদা বিভাগ করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। বাংলাদেশে কর নিরূপণ ও আহরণে অনিয়ম, দুর্নীতি ও কর ফাঁকির প্রবণতা বহু পুরনো। এখনও পর্যন্ত আয়কর ও ভ্যাট সম্পূর্ণ ডিজিটাল করা সম্ভব হয়নি, হয়রানি ও জালিয়াতি কমেনি, বরং কর-জিডিপি অনুপাত এক দশকে কমে গেছে। এমনকি, সরকার ‘পাবলিক অডিট অধ্যাদেশ ২০২৫’-এর মাধ্যমে সিএজি’র রাজস্ব নিরূপণ নিরীক্ষার এখতিয়ারও হরণ করেছে।

টিআইবি মনে করে, এই প্রেক্ষাপটে কেবল বিভাগ বিভাজন নয়, বরং স্বচ্ছতা ও নৈতিকতার ভিত্তিতে রাজস্ব কাঠামো সংস্কার, অটোমেশন, এবং কর ব্যবস্থাকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের বাইরে রেখে একটি জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ