আমিনবাজার ডিআরএসে তিতাস গ্যাসের সংস্কার কাজ, গ্যাস সরবরাহে বিঘ্নের সম্ভাবনা
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমিনবাজার ডিআরএসে গুরুত্বপূর্ণ সংস্কার কাজ শুরু করেছে। এই কাজের ফলে আগামী বুধবার (২ এপ্রিল) রাত ৮টা থেকে পরবর্তী ১০ ঘণ্টা ধরে সাভার, হেমায়েতপুর এবং ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। কোম্পানির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিতাস গ্যাস সংস্থা আমিনবাজার ডিআরএসে অপরিহার্য রক্ষণাবেক্ষণের জন্য বুধবার রাত ৮টা থেকে প্রায় ১০ ঘণ্টা ধরে সাভার ও হেমায়েতপুরের পাশাপাশি রাজধানীর কিছু অঞ্চলে গ্যাসের সরবরাহে সমস্যা হতে পারে।
ঢাকা শহরের যেসব এলাকা এই প্রভাবের মুখে পড়বে, তার মধ্যে রয়েছে আমিনবাজার, মিরপুরের কিছু অংশ, শ্যামলী রিং রোড, আদাবরের পশ্চিমাঞ্চল, আগারগাঁওয়ের উত্তর দিক, মোহাম্মদপুরের কেন্দ্রীয় এলাকা, ধানমন্ডির দক্ষিণ অংশ, হাজারীবাগের পূর্ব প্রান্ত, কামরাঙ্গীরচরের নিম্নাঞ্চল, কেরানীগঞ্জের দক্ষিণ-পশ্চিম অংশ (কলাতিয়া থেকে হযরতপুর), হাতিরপুলের পূর্ব দিক, ফার্মগেটের উত্তরাঞ্চল, আজিমপুরের পশ্চিম প্রান্ত, নিউমার্কেটের দক্ষিণাংশ, লালবাগের কেন্দ্রীয় এলাকা, শাহবাগের পশ্চিম দিক এবং এসব এলাকার সংলগ্ন অঞ্চল।