রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫৭

সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সার্চ কমিটি গঠন করলেন ফারুকী

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৫, ২০২৪ ৪:১৬ পূর্বাহ্ণ

সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সার্চ কমিটি গঠন করলেন ফারুকী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সার্চ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (২৪ নভেম্বর) রাতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি সার্চ কমিটির তিন সদস্যের ছবি শেয়ার করে তাদের মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন।

এই তিনজন হলেন লেখক ও শিক্ষক সুমন রহমান, পরিচালক-প্রযোজক তানিম নূর এবং পরিচালক আদনান আল রাজীব। ফারুকী পোস্টে লিখেছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামাকে সভাপতি করে গঠিত সার্চ কমিটিতে এই তিনজনকে “এক্সটারনাল এক্সপার্ট” হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফারুকী জানান, কমিটির মূল লক্ষ্য “রিমেম্বারিং মুনসুন রেভুলুশন” নামক বিশেষ প্রকল্পের অধীনে আটটি বিভাগে ফিল্মমেকিং ওয়ার্কশপ পরিচালনা করা। এই ওয়ার্কশপের উদ্দেশ্য হলো, প্রতিটি বিভাগ থেকে ১০ জন প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাকে হাতে-কলমে কাজ শেখানো। পাশাপাশি, এই নির্মাতারা ৪০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করবেন, যা একটি উৎসবে প্রদর্শিত হবে। পরবর্তীতে এই চলচ্চিত্রগুলো টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

ওয়ার্কশপ পরিচালনা এবং চলচ্চিত্র নির্মাণে আটজন ফিল্মমেকার অংশ নেবেন। সার্চ কমিটির কাজ হবে তাদের নির্বাচন করা। ফারুকী আশা প্রকাশ করেন, ওয়ার্কশপে অংশ নেওয়া ৮০ জনের মধ্যে অন্তত ৫০ জন ভবিষ্যতে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতা হয়ে উঠবেন।

ফারুকী আরও বলেন, এই উদ্যোগ শুধু নতুন নির্মাতা তৈরির জন্যই নয়, বরং বাংলাদেশের সময় উপযোগী ও আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির লক্ষ্যেও গুরুত্বপূর্ণ। তিনি সবার সহযোগিতা কামনা করে লেখেন, “আজ থেকে পাঁচ বছর পর যদি একজন নির্মাতা এসে বলেন, ‘ভাই, আমি একটি ছবি বানিয়েছি এবং এই ওয়ার্কশপ থেকে শিখেছিলাম,’ তাহলেই আমাদের লক্ষ্য সফল হবে।”

তিনি কমিটির দ্রুত কাজ শুরু করার আহ্বান জানিয়ে নতুন নির্মাতাদের জন্য চোখ রাখার অনুরোধ করেন। ফারুকী তার পোস্টের শেষে লিখেছেন, “অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ