রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:০১

প্রতারককে কুপোকাত করলেন এক তরুণী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১১, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
প্রতারককে কুপোকাত করলেন এক তরুণী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

প্রতারককে কুপোকাত করলেন এক তরুণী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তবে একই সঙ্গে বেড়েছে প্রতারণার ঝুঁকিও। নতুন এক ধরনের প্রতারণা, ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল গ্রেফতারি, এখন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অনলাইনে অর্থ হাতিয়ে নেয়া, ব্যক্তিগত তথ্য চুরি এবং ব্যক্তিত্বহানির মতো প্রতারণার ফাঁদ ছড়ানো হচ্ছে। তবে এবার এক তরুণী এক অভিনবভাবে প্রতারককে কুপোকাত করেছেন।

এটি ঘটেছে ভারতের লখনউয়ে। গত বৃহস্পতিবার এক অপরিচিত নম্বর থেকে ফোন আসে ওই তরুণীর কাছে। ফোনটির নম্বর ট্রু কলারে চেক করার পর নাম কিছুই দেখা যায়নি, যা তাকে সতর্ক করে তোলে। ফোনের অপর প্রান্ত থেকে একজন পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বলেন, “আপনার ফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন অশালীন কাজ করা হচ্ছে। আমাদের কাছে তার প্রমাণ আছে। আপনাকে থানায় আসতে হবে, না হলে বাড়ি গিয়ে আপনাকে গ্রেফতার করা হবে।”

তবে তরুণী ভয় না পেয়ে শান্তভাবে উত্তর দেন, “আপনি আমার বাড়িতে আসতেই পারেন, তবে খালি হাতে আসবেন না। আসার সময় একটু মোমো নিয়ে আসবেন। আমি মোমো খেতে খুব পছন্দ করি। যে রাস্তা দিয়ে আসবেন, সেখানে একটি মোমোর দোকান আছে। সেখান থেকেই নিয়ে আসবেন। আর হ্যাঁ, মেয়োনিজ নিতে ভুলবেন না।”

এই উত্তরে প্রতারক চমকে গিয়ে ফোন কেটে দেন। পরে পুলিশ জানায়, তরুণী বুঝতে পারেন যে এটি একটি ডিজিটাল অ্যারেস্টের প্রতারণা এবং তাই তিনি বিচলিত না হয়ে চতুরতার সাথে প্রতারককে বিপদে ফেলেন। ঘটনার পর তরুণী পুলিশে রিপোর্ট করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত