শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫| সকাল ৬:৪৫

দম্পতির ওপর হামলার ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
দম্পতির ওপর হামলার ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার

দম্পতির ওপর হামলার ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও গ্রেপ্তারের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বুধবার সকালে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘বেপরোয়া’ বাইক চালানোর প্রতিবাদ করায় মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় জড়িতদের সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতেই পুলিশ প্রথমে মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার আলফাজ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়, যিনি সরাসরি হামলায় জড়িত ছিলেন।

ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে নয়টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে। একটি মোটরসাইকেল বেপরোয়া চালিয়ে একটি রিকশাকে ধাক্কা দেয়। তখন পাশের আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে বাইক আরোহীরা তাদের হুমকি দেয় এবং শারীরিকভাবে আক্রমণ করে। পরে আরও কয়েকজনকে ডেকে এনে অস্ত্রসহ তাদের ওপর চড়াও হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তারা এখন শঙ্কামুক্ত। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি