রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৯:৫০

পরিবেশ বিপর্যয়ে জীবনসংকটে বাবুই পাখি, বিলুপ্তির শঙ্কা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১২, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ণ

পরিবেশ বিপর্যয়ে জীবনসংকটে বাবুই পাখি, বিলুপ্তির শঙ্কা

বাবুই পাখি, যা তার নিখুঁত কারুকাজে তৈরি বাসার জন্য বিখ্যাত, বর্তমানে জীবনসংকটে রয়েছে। এক যুগ আগেও ফসলি মাঠ ও গাছে বাবুই পাখির কিচিরমিচির শব্দ শোনা যেত। তবে পরিবেশ বিপর্যয়, অতিরিক্ত তালগাছ নিধন এবং খাদ্য সংকটের কারণে পাখিটি এখন নারকেল, খেজুর ও তালগাছে কোনোরকমে বেঁচে আছে। বাবুই পাখির প্রাকৃতিক আবাসস্থল ও খাদ্যের অভাব তাদের টিকে থাকার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা গেছে, বাবুই পাখি বাসা বাঁধার জন্য তালগাছ পছন্দ করলেও এখন গাছের সংখ্যা কমে যাওয়ায় তারা বাধ্য হয়ে অন্যান্য গাছে বাসা তৈরি করছে। ফসলি মাঠে রাসায়নিক সার ও কিটনাশকের ব্যবহার তাদের খাদ্যের সংকট বাড়িয়েছে। শিকারিরা পাখি শিকার করা বন্ধ করছে না, এমনকি অনেকেই বাবুই পাখির বাসা সংগ্রহ করে ঘর সাজাচ্ছেন। এসব কারণে প্রকৃতিপ্রেমীরা মনে করছেন, তালগাছ ও অন্যান্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি না হলে বাবুই পাখি বিলুপ্তির পথে চলে যাবে।

পরিবেশ রক্ষায় গাছ রোপণের উদ্যোগের পাশাপাশি, শরীয়তপুরে তাল ও খেজুর গাছ রোপণের একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাবুই পাখির মতো উপকারী পাখি টিকিয়ে রাখতে প্রকৃতি সংরক্ষণ ও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত