বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জরুরিভিত্তিতে সহায়তা চাইল জাতিসংঘ
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও জীবিকার সুযোগ বৃদ্ধির জন্য জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে চিঠি দিয়ে রোহিঙ্গা সংকট ও রাখাইনে মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উত্তরে, গুতেরেস রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং রাখাইনের জনগোষ্ঠীর জন্য মানবিক ও জীবিকা সহায়তা বাড়ানোর বিষয়টি জাতিসংঘের অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে বলে জানান।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বাংলাদেশে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীর জন্য টেকসই সমাধান ও সহায়তা প্রার্থনা করছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক ও রাজনৈতিক সমর্থন কামনা করছে, যাতে রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও স্থায়ী সমাধান নিশ্চিত করা যায়।
এদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার জন্য জরুরি তহবিলের ঘাটতির বিষয়ে সতর্ক করেছে। তহবিলের অভাবে রেশন পরিমাণ কমানো হতে পারে, যা শরণার্থীদের অপুষ্টির ঝুঁকি বাড়াতে পারে। ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি বলেন, রোহিঙ্গা শরণার্থীরা তাদের বেঁচে থাকার জন্য সম্পূর্ণরূপে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল, এবং খাদ্য সহায়তায় যেকোনও হ্রাস তাদের আরও ক্ষুধার মধ্যে ঠেলে দেবে।
জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা বাড়ানোর জন্য তহবিল সংগ্রহ ও সমর্থন বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে, যাতে তাদের মানবিক প্রয়োজন মেটানো যায় এবং দীর্ঘমেয়াদি সমাধানের পথে এগিয়ে যাওয়া যায়।