জিরো লাইনে বিএসএফের কাঁটাতারের বেড়া, বিজিবির বাধা
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে নোম্যান্সল্যান্ডের কাছে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবিকে না জানিয়েই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে এই বেড়া স্থাপন করে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে প্রধান সীমান্ত পিলার ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৪১, ৪৬ থেকে ৩৭ নম্বর পিলারের মধ্যবর্তী প্রায় ২ কিলোমিটার সীমান্তে বিএসএফ এ বেড়া স্থাপন করে। বিজিবি বাধা দেওয়ার পরও কাজ বন্ধ না করায় দুই দেশের সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়।
শনিবার (১১ জানুয়ারি) সরেজমিনে দেখা গেছে, সীমান্তে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও দুই পক্ষের বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি এবং স্থানীয়রা জানান, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্প থেকে আসা সদস্যরা দেড়শ গজের শেষ অংশে বেড়া নির্মাণ শুরু করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দিলে পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে।
বিজিবির ৫১ রংপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমীর খসরু বলেন, “সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমাদের আপত্তির পর বিএসএফ কাজ বন্ধ রাখে এবং কাঁটাতার সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য কাজ করছেন।”
স্থানীয় বাসিন্দা আলমগীর এবং মজিবর রহমান জানান, “বিএসএফ গায়ের জোরে জিরো লাইনে কাঁটাতার দিয়ে বেড়া নির্মাণ করেছে। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।”
বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি এখন শান্ত থাকলেও বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে কাঁটাতারের বেড়া এবং স্থাপিত ল্যাম্পপোস্টগুলো সরিয়ে নেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।