জনপ্রতিনিধিদের ক্ষমতা আরও কমানোর প্রস্তাব ডিসিদের
বিদ্যমান ব্যবস্থায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের তুলনায় ডিসি (জেলা প্রশাসক) ও ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) বেশি ক্ষমতা ও সুবিধা ভোগ করছেন। তবে এখন তিনটি জেলার ডিসি (জেলা প্রশাসক) স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষমতা কমিয়ে জেলা প্রশাসনের ক্ষমতা আরও বাড়ানোর প্রস্তাব করেছেন।
গতকাল রোববার শুরু হওয়া তিন দিনব্যাপী ‘ডিসি সম্মেলন-২০২৫’ এ ৬৪ জেলার ডিসি এবং আট বিভাগের বিভাগীয় কমিশনারের ৩৫৪টি প্রস্তাব চূড়ান্ত আলোচনার জন্য উপস্থাপন করা হয়। সম্মেলনটি আগামীকাল মঙ্গলবার শেষ হবে।
শরীয়তপুর জেলার ডিসি, উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা দপ্তরের নিয়োগ কমিটির সভাপতির দায়িত্ব ইউএনওকে দেওয়া প্রস্তাব করেছেন, যেখানে বর্তমানে উপজেলা চেয়ারম্যান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাঙ্গামাটি ও পিরোজপুরের ডিসি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব ইউএনওকে দেওয়ার প্রস্তাব করেছেন, যদিও বর্তমানে এই কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান।
ফরিদপুর জেলার ডিসি উপজেলা পরিষদের কর্মচারীদের নিয়োগ ও বদলি ডিসিদের অধীনে দেওয়ার প্রস্তাব করেছেন, যেখানে বর্তমানে ইউএনও নিয়োগ কমিটির প্রধান এবং উপজেলা চেয়ারম্যান নিয়োগপত্র ইস্যু করেন।
এছাড়া, রাজশাহী ও যশোর জেলার ডিসি ইউএনওদের বাসভবনে বাবুর্চি পদ সৃষ্টি করার প্রস্তাব দিয়েছেন, যদিও উপজেলা চেয়ারম্যানদের জন্য বাবুর্চির পদ নেই। ময়মনসিংহের ডিসি জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন নির্মাণ, গৃহঋণ বৃদ্ধি, চিকিৎসা ভাতা এবং শিক্ষায় সহায়ক ভাতা বাড়ানোর প্রস্তাব করেছেন।
গোপালগঞ্জের ডিসি মাঠ প্রশাসনের কর্মচারীদের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা চালুর প্রস্তাব দিয়েছেন। মাদারীপুর জেলার ডিসি সার্কিট হাউজ এবং ডিসি কার্যালয়কে ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) অন্তর্ভুক্তকরণের প্রস্তাব করেছেন, কারণ গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে অনেক জেলার ডিসি অফিসে হামলা হয়েছিল।
বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার ডিসি পার্বত্য অঞ্চলের কর্মচারীদের পাহাড়ি ভাতা বাড়ানোর প্রস্তাব করেছেন। বান্দরবানের ডিসি, এডিসিদের বদলি ও পদায়ন বিভাগীয় কমিশনারের অধীনে দেওয়ার প্রস্তাব করেছেন, যা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে রয়েছে।
এছাড়া, পাবনার ডিসি শিক্ষাপ্রতিষ্ঠানে ফি আদায় সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়নের প্রস্তাব করেছেন, যা ‘শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা’ নিশ্চিত করবে। মাগুরার ডিসি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির প্রস্তাব করেছেন এবং সাতক্ষীরা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, পাবনা ও রাঙ্গামাটির ডিসিরা মাদ্রাসাকেন্দ্রিক শিক্ষা উন্নয়ন সংক্রান্ত প্রস্তাব করেছেন।
সিলেটের বিভাগীয় কমিশনারসহ গোপালগঞ্জ ও জয়পুরহাটের ডিসি মাঠ প্রশাসনের কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব করেছেন, কারণ তারা নানা দুর্যোগে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। এছাড়া, জয়পুরহাটের ডিসি ঝুঁকি ভাতা বরাদ্দ এবং সাতক্ষীরা ডিসি অতিরিক্ত দায়িত্বের ভাতা বাড়ানোর প্রস্তাব করেছেন।
এছাড়া, বেশ কিছু জেলার ডিসি ব্যাটারিচালিত অটোরিকশার জন্য নীতিমালা প্রণয়ন, রেলের পোষ্যকোটা বাতিল করা, আইএমইডি এবং দুদক কার্যালয় প্রতিষ্ঠাসহ মোবাইল কোর্টের অধীনে কার্যক্রমের ব্যাপ্তি বাড়ানোর প্রস্তাব করেছেন।