শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫| সকাল ৬:১০

চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর রাত: একসঙ্গে মাঠে নামছে ৩৬ দল

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২৯, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর রাত: একসঙ্গে মাঠে নামছে ৩৬ দল

চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর রাত: একসঙ্গে মাঠে নামছে ৩৬ দল

চ্যাম্পিয়ন্স লিগে এমন রাত দেখার কথা কেউ কল্পনাও করেননি! জানুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকাটাই ছিল অবিশ্বাস্য। কিন্তু এবার নতুন ফরম্যাটে ৩২ দলের বদলে ৩৬ দল খেলছে এবং গ্রুপ পর্বের পরিবর্তে লিগ পদ্ধতিতে প্রতিটি দল পাচ্ছে ৮টি করে ম্যাচ খেলার সুযোগ। শুরুতে এই নিয়ম নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত দারুণ জমে উঠেছে প্রতিযোগিতা।

এই নতুন ফরম্যাটের ফলে প্রতিটি ম্যাচ হয়ে উঠেছে শ্বাসরুদ্ধকর। এখন পর্যন্ত কেবল লিভারপুল ও বার্সেলোনা নিশ্চিতভাবে শেষ আটে জায়গা করে নিয়েছে। অন্যদিকে ১৭টি দল অন্তত প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে। বাকি ৭টি দল নির্ধারিত হবে আজ রাতের ১৮টি ম্যাচের মাধ্যমে। একসঙ্গে মাঠে নামছে ৩৬টি দল, ফলে ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ এক রাত।

বাঁচা-মরার লড়াই: কার কী সমীকরণ?

ম্যানচেস্টার সিটি বনাম ব্রুগা:
সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বাঁচা-মরার লড়াইয়ে রয়েছে। সাত ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে ২৫ নম্বরে। প্লে-অফ নিশ্চিত করতে ব্রুগার বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই পেপ গার্দিওলার দলের। তবে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। অন্যদিকে, ব্রুগার জন্য ড্র-ই যথেষ্ট।

স্টুটগার্ট বনাম পিএসজি:
পিএসজি রয়েছে ২২ নম্বরে এবং স্টুটগার্ট ২৪ নম্বরে। দুদলেরই পয়েন্ট সমান (১০)। এই ম্যাচে যে দল জিতবে, সেই দল প্লে-অফ নিশ্চিত করবে। তবে ম্যান সিটি ও দিনামো জাগরেব পয়েন্ট হারালে হেরেও প্লে-অফে যেতে পারে দুই দল।

ব্রেস্ত বনাম রিয়াল মাদ্রিদ:
দুই দলই ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। ফরাসি ক্লাব ব্রেস্ত ১৩ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে, আর রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে। ম্যাচের ফলের ওপর নির্ভর করবে কোন দল সরাসরি শেষ ষোলোতে উঠবে।

বরুশিয়া ডর্টমুন্ড বনাম শাখতার দোনেৎস্ক:
১২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে থাকা ডর্টমুন্ডের প্লে-অফ নিশ্চিত। জয় পেলে তারা সেরা আটে থেকে সরাসরি শেষ ষোলোতে যেতে পারে। তবে ৭ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে থাকা শাখতার ম্যাচ জিতলেও বাদ পড়ে যেতে পারে, যদি অন্য ম্যাচের ফল তাদের বিপক্ষে যায়।

এই রাত ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে টানটান উত্তেজনায় ভরা, যেখানে একসঙ্গে চলবে ১৮টি ম্যাচ, আর নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী পর্বের দলগুলো।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি: চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি: চ্যালেঞ্জ ও সম্ভাবনা

আজকের আবহাওয়া (১৮ এপ্রিল, ২০২৫)

আজকের আবহাওয়া (১৭ মার্চ, ২০২৫)

ইসরায়েলের বর্বর হামলায় ৩৬০ ফুটবল খেলোয়াড়সহ ৬৪৬ ক্রীড়াবিদের মৃত্যু।

ইসরায়েলের বর্বর হামলায় ৩৬০ ফুটবল খেলোয়াড়সহ ৬৪৬ ক্রীড়াবিদের মৃত্যু।

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল, অ্যামনেস্টির নতুন প্রতিবেদন প্রকাশ

হাসনাতের বক্তব্য ‘হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার’: নেত্র নিউজকে সেনাসদর

হাসনাতের বক্তব্য ‘হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার’: নেত্র নিউজকে সেনাসদর

ফ্যাসিস্টরা সাংবাদিক-সংবাদপত্রের ওপর জুলুম চালাত: জামায়াত আমির

ফ্যাসিস্টরা সাংবাদিক-সংবাদপত্রের ওপর জুলুম চালাত: জামায়াত আমির

২০৩৯ সাল নাগাদ বাংলাদেশের জিডিপি সুইজারল্যান্ড, সুইডেনকে ছাড়িয়ে যাবে

২০৩৯ সাল নাগাদ বাংলাদেশের জিডিপি সুইজারল্যান্ড, সুইডেনকে ছাড়িয়ে যাবে

বাণিজ্য যুদ্ধে কেউই বিজয়ী হবে না: শি জিনপিং

বাণিজ্য যুদ্ধে কেউই বিজয়ী হবে না: শি জিনপিং

আজকের মুদ্রার হার (১৮ এপ্রিল, ২০২৫)

আজকের মুদ্রার হার (১৮ মার্চ, ২০২৫)

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়