রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২২, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন জিমনেসিয়াম এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে পথচারীরা গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে বিষয়টি জানান। সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি গাছ থেকে নামান।

নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, সকালে ক্লাস করতে এসে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। গণিত বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম শফিক জানান, লাশটি সম্ভবত একজন ফুটপাতে ঘুমানো ব্যক্তির। লাশের কাছাকাছি কিছু কাপড় পড়ে ছিল।

ফায়ার সার্ভিসের এক কর্মী জানিয়েছেন, লাশটি নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি নামানো হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হবে।”

শাহবাগ থানার ওসি মনসুর খালিদ জানিয়েছেন, লাশটি বর্তমানে মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ