শাহজালাল বিমানবন্দরে প্রবাসী নির্যাতন ও ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট বন্ধের চক্রান্তের প্রতিবাদে সভা
১৫ জানুয়ারি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার আতাউর রহমান এবং পরিচালনা করেন জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক ফজলুল করীম চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন এম এ আজিজ, আরজু মিয়া এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদ, এবং মহিলা সম্পাদক কাউন্সিলর সৈয়দা লাভলী চৌধুরীসহ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বক্তারা শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে হওয়া শারীরিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষী নিরাপত্তাকর্মীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে যথাযথ প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানান।
বক্তারা ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট চালু রাখার জন্য আন্তরিক আবেদন জানান। তারা অভিযোগ করেন, বিমান কর্তৃপক্ষের একটি বিশেষ গোষ্ঠী ভুল তথ্য দিয়ে ফ্লাইট বন্ধ করার চেষ্টা করছে, যা বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের জন্য ক্ষতিকর।
সভায় বক্তারা বাংলাদেশ হাইকমিশনের নো ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্তেরও নিন্দা জানান এবং পূর্বের ফি বহাল রাখার আহ্বান জানান।
বক্তারা একসঙ্গে কাজ করার এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন।