রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৪৮

অভিষেকের আগেই সাজার রায় পেতে যাচ্ছেন ট্রাম্প

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৪, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
অভিষেকের আগেই সাজার রায় পেতে যাচ্ছেন ট্রাম্প

অভিষেকের আগেই সাজার রায় পেতে যাচ্ছেন ট্রাম্প

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ডোনাল্ড ট্রাম্প যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দেওয়ার মামলায় সাজার মুখোমুখি হতে যাচ্ছেন। নিউইয়র্কের আদালতের বিচারক জুয়ান মেরচান আগামী ১০ জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করবেন। এ সময় ট্রাম্প সশরীরে অথবা ভার্চুয়ালি আদালতে উপস্থিত থাকতে পারবেন।

এ মামলায় ট্রাম্পের কারাদণ্ড হওয়ার আশঙ্কা থাকলেও বিচারক মেরচান কারাবাসের পরিবর্তে শর্তহীন রায়ের পক্ষে ঝুঁকছেন। তার বক্তব্য অনুযায়ী, আদালত এ বিষয়ে কোনো শর্ত আরোপ করবে না। ফলে একজন দোষী সাব্যস্ত ব্যক্তি হিসেবে ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করবেন। যদিও আইন বিশেষজ্ঞরা মনে করছেন, চার বছরের কারাদণ্ড হতে পারে, তবে ট্রাম্পকে জেলে পাঠানোর সম্ভাবনা খুবই কম।

নিউইয়র্ক আদালতে ১৮ পৃষ্ঠার সিদ্ধান্তে বিচারক মেরচান উল্লেখ করেন, ট্রাম্পের আইনজীবীদের প্রচেষ্টা সত্ত্বেও জুরিরা তাকে দোষী সাব্যস্ত করেছেন। যদিও ট্রাম্প এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন, যা সাজার কার্যকারিতা বিলম্বিত করতে পারে।

এই মামলার কেন্দ্রে রয়েছে ২০০৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক এবং তা গোপন রাখতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাকে অর্থ দেওয়ার অভিযোগ।

বিচারক মেরচান তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, “এ মুহূর্তে যা সঠিক বলে মনে হচ্ছে, তা হলো কারাবাসের সাজা আরোপ না করার বিষয়ে আদালতের প্রবণতা জানানো।”

এই মামলার রায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নবনির্বাচিত প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করার নজির তৈরি করবে।

সূত্র: এএফপি

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ