শনিবার, ২৪শে মে, ২০২৫| সন্ধ্যা ৬:২৫

রেমিট্যান্সে ৫ শতাংশ কর আরোপের উদ্যোগ যুক্তরাষ্ট্রে, বিল কংগ্রেসে পাসের পথে

প্রতিবেদক
staffreporter
মে ১৯, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
রেমিট্যান্সে ৫ শতাংশ কর আরোপের উদ্যোগ যুক্তরাষ্ট্রে, বিল কংগ্রেসে পাসের পথে

রেমিট্যান্সে ৫ শতাংশ কর আরোপের উদ্যোগ যুক্তরাষ্ট্রে, বিল কংগ্রেসে পাসের পথে

যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে রেমিট্যান্স পাঠাতে হলে এখন থেকে ৫ শতাংশ কর দিতে হতে পারে— এমন একটি বিল কংগ্রেসে উত্থাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত এই বিলটি সম্প্রতি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের বাজেট কমিটিতে ভোটের মাধ্যমে সামান্য ব্যবধানে পাস হয়েছে। এখন এটি প্রতিনিধি পরিষদ ও সিনেটে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্পের ‘বড় সুন্দর’ নামে পরিচিত এই বিলটি ১ হাজার ১১৬ পৃষ্ঠার দীর্ঘ এবং এতে যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন সব অভিবাসীদের জন্য রেমিট্যান্সে ৫ শতাংশ কর আরোপের কথা বলা হয়েছে। গ্রিনকার্ডধারী কিংবা এইচ-১বি ভিসায় থাকা অভিবাসীরাও এর আওতায় পড়বেন। তবে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক, তাদের ওপর এই কর প্রযোজ্য হবে না। বিলটিতে কর আরোপে কোনও ছাড় বা সীমা নির্ধারণ করা হয়নি, অর্থাৎ যে কোনও পরিমাণ অর্থ পাঠালেই কর দিতে হবে।

বাজেট কমিটিতে ভোটের সময় ১৬-১৭ ব্যবধানে বিলটি পাস হয়। এতে ডেমোক্র্যাট সদস্যদের পাশাপাশি ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির পাঁচজন সদস্যও বিপক্ষে ভোট দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মতভেদ প্রতিনিধি পরিষদ ও সিনেটেও দেখা যেতে পারে। ফলে বিলটি পাস হবে কিনা, তা এখনও অনিশ্চিত।

বিলটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের জন্য নিজ দেশে টাকা পাঠানো আরও ব্যয়বহুল হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এনডিটিভি, মিন্ট

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি