বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের নৈশ্য প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
মানবিক উদ্যোগের পটভূমি
শীতকালীন তীব্র ঠান্ডার কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় এখানকার শীতের প্রকোপ অন্যান্য স্থানের তুলনায় বেশি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত নৈশ্য প্রহরীরা শীতে কষ্ট পাচ্ছেন এমন খবর পেয়ে এই মানবিক কার্যক্রম হাতে নেয়া হয়।
আরও পড়ুনঃ
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে স্মারকলিপি দিল শিক্ষার্থীরা
ঢাবিতে শেখ হাসিনার বিতর্কিত গ্রাফিতি পুনরায় আঁকা
বিতরণ কার্যক্রম
এই কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেন। আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন, এবং শিক্ষক-কর্মচারীদের ডর্মেটরিতে কর্মরত নৈশ্য প্রহরীদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।
নেতৃত্বের বক্তব্য
কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “এখন প্রচণ্ড শীত! বিশেষত আমাদের ক্যাম্পাসে শীতের তীব্রতা বেশি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মানবিক কাজ করছি। তারই উপহার হিসেবে আমরা এই শীতবস্ত্র বিতরণ করেছি। এটি আমাদের কার্যক্রমের প্রথম ধাপ। আমরা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যদের মাঝেও উপহার পৌঁছে দেব।”
তিনি আরও বলেন, “মানবিক যেকোনো কাজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে।”
উপস্থিত নেতাকর্মীরা
এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন সজল, রিয়াজ উদ্দিন অন্তর, আহ্বায়ক সদস্য মোতাসিম বিল্লাহ রিফাত, আশারাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, মোঃ রাসেল হোসেন, সাইফুল মালেক আকাশ, আবদুল্লাহ আল মাসুদ, নাইম হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
উদ্যোগের ভবিষ্যৎ পরিকল্পনা
ছাত্রদলের এই উদ্যোগকে প্রথম ধাপ হিসেবে ঘোষণা দিয়ে ভবিষ্যতে ক্যাম্পাস এবং এর বাইরের অন্যান্য অসহায় মানুষের মাঝে সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।