বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫| দুপুর ২:৪৬

দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি, ক্লাবের ৬০০ স্টাফকে বড় উপহার দিলেন মালিক

প্রতিবেদক
staffreporter
মে ১০, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি, ক্লাবের ৬০০ স্টাফকে বড় উপহার দিলেন মালিক

দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি, ক্লাবের ৬০০ স্টাফকে বড় উপহার দিলেন মালিক

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) ফাইনালে জায়গা করে নিয়েছে। ২০২০ সালে প্রথমবার ফাইনালে উঠেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গিয়েছিল নেইমার-এমবাপেদের। সেই দুঃখ ভুলে এবার নতুন করে ফাইনালের টিকিট কাটায় ক্লাবজুড়ে বিরাজ করছে উচ্ছ্বাস। ক্লাবের মালিক নাসের আল খেলাইফিও এবারের অর্জনে ভীষণ আনন্দিত, আর তাই ক্লাবের ৬০০ স্টাফের জন্য দিয়েছেন এক বড় ঘোষণা—সবাইকে নিয়ে যাচ্ছেন মিউনিখে ফাইনাল দেখতে।

৩১ মে জার্মানির মিউনিখ শহরের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে পিএসজি ও ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। প্যারিস থেকে পিএসজির সব স্টাফকে উড়িয়ে নেওয়া হবে ম্যাচটি সরাসরি দেখার সুযোগ দিতে। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে জানিয়েছে, ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফি এই সিদ্ধান্তের কথা লিখিত বার্তায় জানিয়ে দিয়েছেন।

সেই বার্তায় তিনি বলেন, “আমাদের সকল স্টাফের জন্য এই সুযোগ থাকছে—তারা দলের সঙ্গে ফাইনালের মিশনে মিউনিখ যেতে পারবে। বিস্তারিত ব্যবস্থাপনা শিগগিরই জানানো হবে।”

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস নাসেরের বক্তব্য উদ্ধৃত করে জানায়, “এই রাতটি পিএসজির ইতিহাসে স্মরণীয় হতে যাচ্ছে। আমাদের সামনে কেবল এক কদম বাকি। এই লক্ষ্যে পৌঁছাতে হলে দরকার ঐক্য, মনোযোগ ও দৃঢ়তা। মাঠের খেলোয়াড় থেকে শুরু করে কোচ, টেকনিক্যাল স্টাফ, ক্লাবের প্রতিটি বিভাগের সবার ঐক্যবদ্ধ চেষ্টাই আমাদের সফলতার মূলমন্ত্র। আমরা সবাই এক পরিবার, যারা ফ্রান্সকে বড় মঞ্চে তুলে ধরছে।”

৬০০ সদস্যকে নিয়ে ফাইনালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি আরও বলেন, “আপনাদের প্রতিটি প্রচেষ্টা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আবেগের জন্য ধন্যবাদ। শিগগিরই ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।”

সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ঘরে ফেরে পিএসজি, আর দ্বিতীয় লেগে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ২-১ গোলে জিতে ৩-১ অ্যাগ্রিগেট ব্যবধানে ফাইনালে জায়গা নিশ্চিত করে। অন্যদিকে ইন্টার মিলান সেমিতে বার্সেলোনাকে রোমাঞ্চকর লড়াইয়ে ৭-৬ গোলে হারিয়ে আগেই জায়গা পাকা করে।

সবমিলিয়ে মিউনিখের ফাইনাল ঘিরে এখন থেকেই চরম উত্তেজনায় ফুটছে পিএসজি পরিবার।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ