রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫৬

মিয়ানমার সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে – স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

মিয়ানমার সীমান্ত বিজিবির নিয়ন্ত্রণে – স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজের ‘বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মিয়ানমারের সীমান্ত আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে। তিনি আরও বলেন, আরাকান আর্মি মিয়ানমার সীমান্তের বিপরীতে কিছু এলাকা দখল করলেও বিজিবি পরিস্থিতি নজরদারি করছে এবং মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে।

সেন্টমার্টিন অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্নে তিনি জানান, দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত হত্যার বিষয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনা এখনো সম্ভব হয়নি, তবে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

ভারত সম্পর্কিত এক প্রশ্নে তিনি বলেন, ভারত যেমন হুঙ্কার দিচ্ছে, আমরাও প্রতিহুঙ্কার দিতে প্রস্তুত। সীমান্ত রক্ষায় আমরা কোনো অবস্থাতেই পিছপা হব না।

অনুষ্ঠানে নবীন সৈনিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সীমানা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না। প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না।

১০২তম রিক্রুট ব্যাচের ২৩ সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ৬৪৯ জন পুরুষ এবং ৪৬ জন নারী রিক্রুট সফলভাবে প্রশিক্ষণ শেষ করেছেন। মঙ্গলবার আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তারা সৈনিক জীবনের সূচনা করেন।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, পুলিশের আইজি বাহারুল আলমসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ