বুধবার, ২১শে মে, ২০২৫| রাত ২:৫১

গণমাধ্যম সংস্কারে নতুন উদ্যোগ, সাংবাদিক সুরক্ষায় অধ্যাদেশের চিন্তা: তথ্য উপদেষ্টা

প্রতিবেদক
staffreporter
মে ১৬, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
গণমাধ্যম সংস্কারে নতুন উদ্যোগ, সাংবাদিক সুরক্ষায় অধ্যাদেশের চিন্তা: তথ্য উপদেষ্টা

গণমাধ্যম সংস্কারে নতুন উদ্যোগ, সাংবাদিক সুরক্ষায় অধ্যাদেশের চিন্তা: তথ্য উপদেষ্টা

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক-এর সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সাক্ষাতে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে উপদেষ্টা জানান, সাংবাদিকদের দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি অধ্যাদেশ প্রণয়নের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় এই অধ্যাদেশ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে এবং সেগুলো গণমাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। একই সঙ্গে ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে কয়েকটি প্রকাশনাও প্রকাশিত হয়েছে। আগামি ৫ আগস্ট উদ্‌যাপন উপলক্ষেও নতুন কিছু প্রামাণ্যচিত্র ও প্রকাশনা আনতে কাজ করছে মন্ত্রণালয়।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মাহফুজ আলম বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ নেই। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার প্রতিশ্রুতিতে কাজ করে যাচ্ছে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ সময় জানান, এ বছর ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে’ বাংলাদেশ উন্নতি করেছে, যা সরকারের গৃহীত পদক্ষেপের ইতিবাচক ফল। তিনি এ সাফল্যের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা সম্পর্কে যুক্তরাজ্যের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নেওয়ার আগ্রহ রয়েছে। গণমাধ্যম উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন হাইকমিশনার।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এলি বুট।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত