রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫৫

আজকের আবহাওয়া (১৭ ডিসেম্বর, ২০২৪)

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৭, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ

আজকের আবহাওয়া (১৭ ডিসেম্বর, ২০২৪)

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

তাপমাত্রা পরিস্থিতি অনুযায়ী, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত এবং দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ