রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫৪

ইতিহাসের এই দিনে (৫ ডিসেম্বর, ২০২৫)

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ৫, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
ইতিহাসের এই দিনে (২ ফেব্রুয়ারি, ২০২৫)

ইতিহাসের এই দিনে (৫ ডিসেম্বর, ২০২৫)

ঘটনাবলী

  • ১৩৬০ – ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়।
  • ১৪৫৬ – নেপলসে ভয়াবহ ভূমিকম্পে ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়।
  • ১৭৫৭ – প্রুশিয়ার সেনাবাহিনীর কাছে অস্ট্রিয়া পরাজিত হয়।
  • ১৭৬৬ – লন্ডনে প্রথম নিলাম ডাক শুরু হয়।
  • ১৭৯১ – অস্ট্রীয় মিউজিক কম্পোজার ভোলফগাং আমাদেউস মোৎসার্ট ভিয়েনায় ৩৫ বছর বয়সে মারা যান।
  • ১৭৯২ – জর্জ ওয়াশিংটন দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৮০৪ – টমাস জেফারসন দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৮১২ – রাশিয়ায় লজ্জাজনক পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে ফিরে যান।
  • ১৮৪৬ – দুদু মিয়া কর্তৃক নীলকুঠি আক্রমণ।
  • ১৮৫৪ – অ্যারোন অ্যালেন রিভলবিং থিয়েটার চেয়ার প্যাটেন্ট করেন।
  • ১৮৭৯ – প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্যাটেন্ট করা হয়।
  • ১৮৯৩- চীন আর ব্রিটেনের মধ্যে ‘চীন-ব্রিটেন সম্মেলন তিব্বত-ভারত চুক্তি’ স্বাক্ষরিত হয়।
  • ১৯১৭- ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে।
  • ১৯১৭ – রাশিয়ার বিপ্লবী সরকার ও জার্মানির মধ্যে সন্ধি চুক্তি হয়।
  • ১৯২৯ – আইরিনা স্বাধীনতা লাভ করে।
  • ১৯৩২- জার্মান বংশোদ্ভুত বিজ্ঞানী আইনস্টাইন আমেরিকার ভিসা পান।
  • ১৯৩৩ – উটাহ ৩৬তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার সাথে যুক্ত হয়।
  • ১৯৩৫ – কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়।
  • ১৯৩৬ – সাবেক সোভিয়েত ইউনিয়নের নতুন সংবিধান অনুমোদিত হয়। এর মাধ্যমে ১৯২৪ সালে প্রণীত ফেডারেল সংবিধান বাতিল হয়ে যায়।
  • ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ফিনল্যান্ড, হাঙ্গেরী ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৪৩- আড়াই শো জাপানী বোমারু বিমান কলকাতায় (দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিটে) প্রথম বোমা বর্ষণ করে।
  • ১৯৫০- কোরিয় যুদ্ধ চলাকালে চীনের সৈন্যরা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ প্রবেশ করে।
  • ১৯৫৫ – এডগার নিক্সন ও রোসা পার্কস আমেরিকায় বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামে মন্টেগোমারীতে বাস বয়কট আন্দোলন শুরু করেন। সে সময় নিক্সনকে গ্রেফতার করা হয়।
  • ১৯৬৯ – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘ বাংলাদেশ ”।
  • ১৯৭১- ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ড গঠন করে মিত্রবাহিনী নাম গ্রহণ করে।
  • ১৯৭১ – পাক হানাদার বাহিনীর কবল থেকে মৌলভীবাজারের জুড়ী এলাকাকে (বর্তমান জুড়ী উপজেলা) শত্রুমুক্ত করে।
  • ১৯৭৭ – মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া ও দক্ষিণ ইয়েমেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
  • ১৯৮৩ – আর্জেন্টিনায় সামরিক জান্তা সরকারের পতন।
  • ১৯৮৫ – যুক্তরাজ্য ইউনেস্কোর সদস্যপদ প্রত্যাহার করে।
  • ১৯৮৭- পানামার জাতীয় পতাকা ধারী একটি মালবাহী জাহাজ স্পেনের উত্তর উপকূলীয় ফিনিস্টেলে জলসীমা থেকে প্রায় ১৫ নটিকল-মাইল দূরে যায়। জাহাজের ২৩ জন চীনা নাবিক প্রাণ হারান।
  • ১৯৯২ – আলবেনিয়াকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।
  • ১৯৯৯ – যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু।
  • ১৯৯৫- হংকং-র সবোর্চ্চ আদালতে প্রথমবারের মতো চীনা ভাষায় মামলা পরিচালিত হয়।
  • ১৯৯৬- ম্যাডেলিন অলব্রাইট যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।
  • ২০১৩ – দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন রলিহ্লাহ্লা ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন ।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
আজকের আবহাওয়া (২ জানুয়ারি, ২০২৫)

আজকের আবহাওয়া (২ ডিসেম্বর, ২০২৪)

উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় তছনছ ভারতের বাংলাদেশ হাইকমিশনঃ উত্তাল বাংলাদেশ

‘উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় তছনছ ভারতের বাংলাদেশ হাইকমিশনঃ উত্তাল বাংলাদেশ’

আজকের আবহাওয়া (২ ফেব্রুয়ারি, ২০২৫)

আজকের আবহাওয়া (২২ জানুয়ারি, ২০২৫)

টিকাদান কর্মসূচি

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১২ জানুয়ারি পর্যন্ত দল জমা দেওয়ার সময়সীমা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১২ জানুয়ারি পর্যন্ত দল জমা দেওয়ার সময়সীমা

আরেক স্বৈরাচারের পতন, সিরিয়ায় বিনিয়োগ হারানোর আশঙ্কায় ভারত

গোলান মালভূমির দখল না নিতে ইসরায়েলকে সতর্ক করল রাশিয়া

ড্রামে খোলা ভোজ্যতেল জনস্বাস্থ্যের জন্য হুমকি: প্রজ্ঞা

ড্রামে খোলা ভোজ্যতেল জনস্বাস্থ্যের জন্য হুমকি: প্রজ্ঞা

ভারত পেঁয়াজ-সয়াবিন বন্ধ করে দিলে কি আর দেশ নেই: রিজভী

ফ্ল্যাশলাইট দিবস: অন্ধকারে আলোর উদ্ভাবনকে স্মরণ