সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:০৪

মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেড়েছে: নতুন গবেষণার তথ্য

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ
মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেড়েছে: নতুন গবেষণার তথ্য

মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেড়েছে: নতুন গবেষণার তথ্য

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের পরিচালিত এক গবেষণায় জানা গেছে, মানুষের মস্তিষ্কের টিস্যুতে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক (এমএনপি) কণার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ডিউক ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানী অ্যান্ড্রু ওয়েস্ট বলেন, “মস্তিষ্কে এত পরিমাণ প্লাস্টিক কণা পাওয়া যাবে, তা ভাবতেই পারিনি, তবে আমরা নিশ্চিত যে এটি বাস্তব এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়।”

গবেষণায় ১৯৯৭ থেকে ২০২৪ সালের মধ্যে মৃত্যুবরণ করা ৯১ ব্যক্তির মস্তিষ্কের টিস্যুর নমুনা বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ৫০ শতাংশ বেড়েছে। ২০১৬ সালে প্রতি গ্রাম মস্তিষ্কের টিস্যুতে গড়ে ৩৩৪৫ মাইক্রোগ্রাম প্লাস্টিক কণা ছিল, যা ২০২৪ সালে বেড়ে ৪৯১৭ মাইক্রোগ্রামে দাঁড়িয়েছে।

গবেষণায় পাওয়া প্লাস্টিক কণাগুলোর ধরন ও আকার এক রকম নয়। অধিকাংশ কণাই সূক্ষ্ম ও ধারালো, যা সাধারণত গোলাকার মাইক্রোপ্লাস্টিকের চেয়ে ভিন্ন। ইউনিভার্সিটি অব প্লাইমাউথের মাইক্রোপ্লাস্টিক বিশেষজ্ঞ রিচার্ড থম্পসন বলেন, “এ ধরনের কণাগুলি মূলত প্লাস্টিক ব্যাগ, পানির বোতল, ও খাদ্য মোড়ানোর প্লাস্টিক থেকে এসেছে।” তবে পলিস্টাইরিন, যা চিকিৎসা ও খাদ্যশিল্পে ব্যবহৃত হয়, তা তুলনামূলকভাবে কম পরিমাণে মস্তিষ্কে জমা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, যেসব ব্যক্তির মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব বেশি ছিল, তাদের মধ্যে ১২ জন ডিমেনশিয়ায় আক্রান্ত ছিলেন। তবে এখন পর্যন্ত স্নায়ুরোগের সঙ্গে প্লাস্টিক কণার সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। বিজ্ঞানীরা ধারণা করছেন, ডিমেনশিয়া রোগের কারণে মস্তিষ্কে প্লাস্টিক জমার প্রবণতা বাড়তে পারে, তবে বিষয়টি নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন।

বিজ্ঞানীরা এখনো জানেন না, বাতাস, পানি ও খাদ্য থেকে শরীরে প্রবেশ করা এই প্লাস্টিক কণাগুলি কীভাবে মস্তিষ্কে পৌঁছাচ্ছে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে। তাই এই বিষয়টির দিকে আরও মনোযোগ দেওয়ার পাশাপাশি সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন।

সূত্র: গ্যাজেটস ৩৬০

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ