আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে এনবিআর
গত সপ্তাহের শেষে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর পর এবার আয়করের আওতা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শনিবার (৪ জানুয়ারি) রাজস্ব বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, “ভ্যাটের পাশাপাশি আয়করের ক্ষেত্রেও করের আওতা বৃদ্ধির নানামুখী পদক্ষেপ” গ্রহণ করা হচ্ছে।
এতে আরও বলা হয়, “আয়কর অব্যাহতির সংস্কৃতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার ধারাবাহিকতায়— আয়কর অব্যাহতির বিধান বাতিল ও সংশোধনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া অন্যান্য খাত থেকে রাজস্ব বৃদ্ধি করা না গেলে বিপুল পরিমাণ বাজেট ঘাটতি দেখা দিবে।”
সম্প্রতি ৪৩টি পণ্য ও সেবার ভ্যাটের হার ১৫ শতাংশে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে বিমান ভাড়া, সিগারেট, মেডিসিন, ডিটারজেন্ট, সাবানসহ বেশ কিছু পণ্যের করও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, তবে এ বিষয়ে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স এখনও জারি হয়নি। এছাড়া, ভ্যাটের আওতাও বাড়ানো হয়েছে, যার ফলে বছরে ৫০ লাখ টাকার বেশি বিক্রি করলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১৫ শতাংশ ভ্যাটের আওতায় চলে আসবে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ভ্যাট, আয়কর ও শুল্ক বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ তাদের নজরে এসেছে। রাজস্ব কর্তৃপক্ষ জানায়, যেসব পণ্য ও সেবায় ভ্যাট, শুল্ক বাড়ানো হচ্ছে, সেগুলোর মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য নেই, তাই এর ফলে সাধারণ মানুষের ভোগ্যপণ্যের দাম বাড়বে না এবং মূল্যস্ফীতিতে কোনও প্রভাব পড়বে না।
এছাড়া, গত চার মাসে বাজারে নিত্যপণ্য সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে কিছু পণ্যে শুল্ক, ভ্যাট ও আয়কর ছাড় দেওয়া হয়, যার কারণে রাজস্ব আদায় ব্যাপকভাবে কমেছে। এনবিআর জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য খাত থেকে রাজস্ব বাড়ানো না গেলে বিপুল পরিমাণ বাজেট ঘাটতি হবে, তাই ভ্যাটের আওতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
4o mini