গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল, অ্যামনেস্টির নতুন প্রতিবেদন প্রকাশ
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গাজায় ইসরাইলের পদক্ষেপকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে এবং এই বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ খবর উঠে এসেছে।
অ্যামনেস্টি সংস্থা স্যাটেলাইট চিত্র, ফিল্ডওয়ার্ক এবং গাজা থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে দাবি করেছে যে, ইসরাইলি সরকার এবং সামরিক কর্মকর্তারা অমানবিক কর্মকাণ্ড চালাচ্ছে। অ্যামনেস্টির প্রধান অ্যাগনেস ক্যালামার্ড এক বিবৃতিতে বলেন, “গাজায় যা হচ্ছে, তা গণহত্যা। এটি এখনই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই পরিস্থিতির বিরুদ্ধে জেগে ওঠা।”
অ্যামনেস্টি আরও জানিয়েছে, ইসরাইল গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করছে এবং খাদ্য, ওষুধ ও অন্যান্য সহায়তা সরবরাহে বাধা সৃষ্টি করছে। তারা ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরাইলের এই পদক্ষেপগুলোকে সমর্থনযোগ্য মনে করছে না।
এছাড়া, ২৯৬ পৃষ্ঠার প্রতিবেদনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরাইলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানায়। তবে, অ্যামনেস্টি গাজায় বন্দি বেসামরিক নাগরিকদের মুক্তির জন্য হামাসকে চাপ দেওয়ার সুপারিশ করেনি।
এদিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনটি ‘বানোয়াট’ এবং ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। আইসিসির বিচারকরা বিশ্বাস করছেন যে, গাজায় দুর্ভিক্ষ ও ফিলিস্তিনিদের উপর নিপীড়নের জন্য নেতানিয়াহু ও গ্যালান্ট দায়ী।