পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতে রাজনৈতিক উত্তাপ, মোদিকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর
পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং তাতে ভারতের ক্ষয়ক্ষতি নিয়ে দেশটির রাজনীতিতে চলছে ব্যাপক বিতর্ক। পাকিস্তানের হামলায় ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান, যার মধ্যে রাফালও রয়েছে, ধ্বংস হওয়ার পর নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনা তীব্র হয়েছে। এই প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করেছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (২২ মে) রাতে রাহুল গান্ধী মোদির একটি বক্তব্যের জবাবে বলেন, “মোদিজি, ফাঁকা বক্তৃতা দেওয়া বন্ধ করুন। শুধু বলুন, সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য কেন আপনি বিশ্বাস করলেন? ট্রাম্পের কাছে মাথা নত করে কেন ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন কেবল ক্যামেরার সামনেই আপনার রক্ত টগবগ করে? আপনি ভারতের সম্মানের সাথে আপস করেছেন!”
এই মন্তব্যের পেছনে রয়েছে মোদির একটি বক্তব্য, যেখানে তিনি বলেন, “রক্ত নয়, আমার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর।” এই বক্তব্য তিনি দিয়েছিলেন রাজস্থানের বিকানেরে, পাকিস্তান সীমান্তের কাছাকাছি এক নির্বাচনী জনসভায়। সেখানে তিনি আরও দাবি করেন, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে পাকিস্তানের হামলার জবাব ভারত মাত্র ২২ মিনিটেই দিয়েছে।
রাহুল গান্ধী মোদির বক্তব্যকে আক্রমণ করে বলেন, “শুধু ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম হয় কেন?” তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী শুধু বড় বড় বুলি আওড়ান, কিন্তু বাস্তবে ভারতের স্বার্থ রক্ষায় ব্যর্থ হচ্ছেন।
রাহুল গান্ধীর সঙ্গে সুর মিলিয়ে কংগ্রেসের আরেক নেতা জয়রাম রমেশও মোদিকে কটাক্ষ করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি শুধুমাত্র সিনেমার ও ফিল্মি কায়দায় ফাঁকা বুলি দেন।”
পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত, কাশ্মির ইস্যু ও সামরিক ক্ষয়ক্ষতির পটভূমিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এখন আরও সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে লোকসভা নির্বাচন সামনে থাকায়, এই সংঘাত রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।