শুক্রবার, ২৩শে মে, ২০২৫| রাত ১১:১২

পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস, জানালেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

প্রতিবেদক
staffreporter
মে ২৩, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস, জানালেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস, জানালেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, “অধ্যাপক ড. ইউনূসের ক্ষমতার দরকার নেই, কিন্তু বাংলাদেশের জন্য, শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তাঁর প্রয়োজনীয়তা রয়েছে।” তিনি বলেন, সরকারকে আরও গতিশীল হতে হবে, উপদেষ্টাদের অধিকতর কার্যকরভাবে কাজ করতে হবে এবং জনতার সামনে দৃশ্যমান অগ্রগতি তুলে ধরতে হবে। জনতার সম্মতিতে ক্ষমতায় এসে ড. ইউনূস সাফল্য দেখিয়েছেন, তা প্রমাণ করার দায় সরকারের।

পোস্টে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড় আলোচনার আহ্বান জানান। “কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়,” উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীকেও রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানাতে হবে। তিনি বলেন, “আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা তার এখতিয়ারের বাইরে।”

তবে ফয়েজ সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখানোর ও আস্থায় রাখার গুরুত্বও উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, “সেনাবাহিনীর বিষয়ে হঠকারী কিছু করা যাবে না।”

আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, “ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়া যাবে না।” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, “এপ্রিল-মে’র মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার আগে সব জরুরি সংস্কার সম্পন্ন হবে।” তিনি জানান, ২০২৫ সালের জুলাই-আগস্টে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তি উদযাপন করা হবে এবং “আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি” প্রকাশ পাবে বলে আশা করেন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “ইনশাআল্লাহ আমরা হারব না, আমাদের হারানো যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। প্রফেসর ইউনূস জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।”

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত