সংস্কার ও বিচারেও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব: রিজওয়ানা হাসান
নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করলেও অন্তর্বর্তী সরকার বিচার ও সংস্কারের ক্ষেত্রে নানা বাধার মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “আমাদের তিনটি দায়িত্ব—সংস্কার, বিচার ও নির্বাচন। আমরা কেবলমাত্র নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব নিইনি।” তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ নিজেদের দাবি নিয়ে রাস্তায় বসে শহর অচল করে দিচ্ছে, যা কার্যক্রম পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, “আমরা ক্ষমতা নেইনি, আমরা দায়িত্বে আছি। এই দায়িত্ব তখনই পালন করা সম্ভব হবে, যখন আমরা সবার সহযোগিতা পাবো। আমাদের দায়িত্ব পালনের সুযোগ না থাকলে, দায়িত্বে থাকা অর্থহীন হয়ে পড়ে।”
রিজওয়ানা হাসান জানান, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য কেবল নির্বাচন নয়। সরকারপ্রধান যে সময়সীমা দিয়েছেন, তা ডিসেম্বর থেকে জুনের মধ্যে—এর বাইরে যাওয়ার সুযোগ নেই বলে তিনি স্পষ্ট করেন।
তিনি সব পক্ষকে সহনশীলতা ও সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “দেশে স্থিতিশীলতা না এলে সংস্কার, বিচার বা নির্বাচন—কোনো কিছুই সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়।”