আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ
বাংলাদেশ একক উৎসের ওপর নির্ভরতা কমিয়ে আলু ও পেঁয়াজ আমদানির জন্য ভারতের বিকল্প উৎস খুঁজছে। পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকার বিকল্প দেশ চিহ্নিত করেছে, যা নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) একটি প্রতিবেদন তৈরি করে গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন জানিয়েছেন, আলু ও পেঁয়াজের দাম এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমদানিকারকদের বিকল্প উৎস ব্যবহারে উৎসাহ দেওয়া হবে। বিটিটিসির প্রতিবেদনে আলু আমদানির জন্য জার্মানি, মিশর, চীন ও স্পেন এবং পেঁয়াজ আমদানির জন্য চীন, পাকিস্তান ও তুরস্ককে বিকল্প উৎস হিসেবে সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাওয়ার কারণে রপ্তানি নিরুৎসাহিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর প্রভাব সরাসরি বাংলাদেশের বাজারে পড়ছে। ভারতের বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী, গত ২ ডিসেম্বর ভারতে পেঁয়াজের দাম টনপ্রতি ৫৬৪ ডলার, যা এক মাস আগে ছিল ৫১০ ডলার। এক বছর আগে ছিল ২৪৪ ডলার। একইভাবে আলুর দাম টনপ্রতি ৩৫৫ ডলার, যা এক মাস আগে ৩২৯ ডলার এবং এক বছর আগে ২৬৬ ডলার ছিল।
দেশীয় বাজারে আলু বর্তমানে প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক বছরে ৭৮ শতাংশ বেড়েছে। পেঁয়াজের দাম বর্তমানে প্রতি কেজি ১১৫ থেকে ১৩০ টাকা, যা এক বছরের তুলনায় ২ শতাংশ বেড়েছে।
বিটিটিসি বলছে, ভারত ও মিয়ানমারের মতো কাছাকাছি দেশ থেকে আমদানিতে খরচ কম হলেও বিকল্প উৎস থেকে আমদানি সরবরাহ স্থিতিশীল রাখতে পারে। কিছু ক্ষেত্রে খরচ সমান হলেও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখাকে অগ্রাধিকার দিতে হবে।
বছরের বিভিন্ন সময় নির্দিষ্ট পণ্যের ঘাটতির তথ্য সংগ্রহ করে আগাম পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বিকল্প উৎস অনুসন্ধানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বছরে দেশে পেঁয়াজের চাহিদা ২৬ থেকে ২৮ লাখ টন। ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন হয়েছে ৩৯ লাখ টন। তবে সংরক্ষণ ও বীজ ব্যবহারের পর ২৭ লাখ টন সরবরাহ সম্ভব হয়েছে। আলুর বার্ষিক চাহিদা ৮৫ থেকে ৯০ লাখ টন, উৎপাদন হয়েছে ১০৬ লাখ টন। সংরক্ষণজনিত ক্ষতির পর সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৭৯ লাখ টন।
এ উদ্যোগ আমদানি নির্ভরতা কমিয়ে দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।