সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫| বিকাল ৪:২০

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১২, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার কবরে আগুন

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশের কারদাহা শহরে বুধবার (১১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

বিদ্রোহীদের প্রকাশিত কয়েকটি ছবিতে হাফিজ আল-আসাদের জ্বলন্ত সমাধির পাশে কিছু যোদ্ধা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেখানে কয়েকজন তরুণও উপস্থিত ছিল বলে জানিয়েছে বিবিসি।

হাফিজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত সিরিয়ার শাসনক্ষমতায় ছিলেন। তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার ছেলে বাশার আল-আসাদ। তবে বাবার মতোই কঠোর শাসন কায়েম করায় বাশার জনপ্রিয়তা হারান এবং বিদ্রোহীদের বিরুদ্ধে টানা লড়াইয়ের মুখে সম্প্রতি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

বিদ্রোহীদের ১২ দিনের টানা আক্রমণের ফলে বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এর মাধ্যমে তার ২৪ বছরের শাসনের অবসান ঘটে।

বিদ্রোহীদের নিয়ন্ত্রিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল-বশিরকে। তিনি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম পরিচালিত সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধান ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত